২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চুয়াডাঙ্গায় ৩য় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

হাসপাতালে চিকিৎসাধীন যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রী - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে বাড়ির অদূরে একটি মাঠের স্যালোমেশিন ঘরে তাকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত আহম্মেদ আলী (৪০)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের এক দিনমজুরের ওই শিশুকন্যা গতকাল বিকেলে বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিল। এ সময় গ্রামের মারফত আলীর ছেলে আহম্মদ আলী মুরগী ধরে দেয়ার নাম করে ওই শিশুটিকে নিয়ে যান মাঠের একটি স্যালোমেশিনের ঘরে। সেখানে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের কথা কাউকে না বলার জন্যও ওই শিশুকে শাসিয়ে দেন ধর্ষক আহম্মেদ আলী। পরে ওই শিশুকন্যা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পাইকপাড়া গ্রামের ইউপি সদস্য লিটন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এলাকার একটি স্যালোমেশিন ঘরের মধ্যে শিশুটিকে ফুঁসলিয়ে এলাকার আহম্মেদ আলী নামের এক ব্যক্তি ধর্ষণ করেছে। ঘটনার পর সে এখন পলাতক আছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আবু এহসান মো: ওয়াহেদ রাজু জানান, ‘রাত ১১টার কিছুটা পর আমরা ওই শিশুটিকে ভর্তি করে নিই। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার হাসপাতালের গাইনি কনসালট্যান্ট তার পরীক্ষা-নিরীক্ষা করবেন।’

এদিকে, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। তারা ঘটনার পরপরই ধর্ষক আহম্মেদ আলীকে আটকের চেষ্টা করলে তিনি গ্রাম ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ রাজু বলেন, ‘ঘটনা শোনার পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত আহম্মেদ আলীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, ‘শিশু ধর্ষণের ঘটনাটি আমরা শুনেছি। ধর্ষককে গ্রেফতারে আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। খুব শিগগিরই ধর্ষক আইনের আওতায় আসবে।’

দেখুন:

আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল