২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চৌগাছায় মুক্তিপণের টাকা নিতে এসে আটক

অপহরণকারী মারুফ - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় অপহরণের পর মুক্তিপণের টাকা নিতে এসে মারুফ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মারুফ পৌর এলাকার চাঁদপুর গ্রামের সাবেক সেনা সদস্য আতিয়ার রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, অপহরণকারী মারুফ মাদকসহ আটটি মামলার আসামি। গত শুক্রবার বিকেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা উপজেলার দীঘলসিংহা গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের ছেলে শরিফুল ইসলামকে (২২) অপহরণ করে। অপহরণকারীরা তাকে আটকে রেখে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় গতকাল শনিবার শরিফুল ইসলামের মা ছবেদা খাতুন বাদী হয়ে প্রধান অভিযুক্ত মারুফসহ চারজনকে আসামি করে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগের ভিত্তিতে কৌশলে বাদী ছবেদা খাতুনকে দিয়ে অপহরণকারী মারুফকে চৌগাছা বাজারের জমজম মিষ্টির হোটেলের সামনে টাকা নিতে আসতে বলে। চৌগাছা থানার এস আই শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আগে থেকেই অবস্থান নেয়। রাত ১১টার দিকে মারুফ সেখানে টাকা নিতে এলে তারা তাকে আটক করে। পরে মারুফের দেয়া তথ্য অনুযায়ী শরিফুলকে উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, মারুফ পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকসহ সাতটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম শরিফুল ইসলামকে তার পরিবারের নিকট ফেরত দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement