১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষকসহ আটক দুই চোরাশিকারী

- ছবি : নয়া দিগন্ত

পাচারকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী বনাঞ্চল থেকে বনরক্ষীরা কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির একটি তক্ষকসহ দুই চোরাশিকারীকে আটক করেছে। তক্ষকসহ আটক আটককৃতদের মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

বনবিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সোমবার দিবাগত রাত ৯টার দিকে বনের পাজরাফুটা খাল এলাকায় অভিযান চালিয়ে একটি ডিংগি নৌকা সহ দু’শিকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে খাঁচায় বন্দী একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে ওই কর্মকর্তা জানান।

আটক শিকারীরা হচ্ছে, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের টুলু কাজীর পুত্র খলিল কাজী (৪৫) ও চুন্নু সরদারের পুত্র নাছির সরদার (৩০) ।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন তক্ষকসহ শিকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement