২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু

- ছবি : সংগৃহীত

খুলনায় ডেঙ্গু জ্বরে ৮ মাস বয়সী এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ও রোববার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেলার মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে রাফিত ও একই জেলারঅভয়নগর উপজেলার খবিরুদ্দিন (৫০) মারা যান।

এ নিয়ে খুলনায় ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত শনিবার বিকেল ৪টায় রাফিতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখানে রোববার রাতে তার মৃত্যু হয়।

এছাড়া অভয়নগর থেকে এসে খবিরুদ্দিন গত রোববার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে আইসিইউতে তিনি মারা যান।

খুলনার সিভিল সার্জন অফিস জানায়, খুলনায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে নতুন রোগী ৩৭ জন।


আরো সংবাদ



premium cement