২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যশোরের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ৫ জনের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

যশোরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যশোরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন। এসব রোগী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৮৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যশোরের চৌগাছা উপজেলার বাগারদাড়ি গ্রামের মৃত. সদর আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪৫)।

এর আগে ২৭ আগস্ট রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোকেয়া বেগম ওরফে রেশমা (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি মনিরামপুর উপজেলার রাজগঞ্জের সেকেন্দার আলীর স্ত্রী।

এর আগে গত ১৯ জুলাই যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নড়াইলের রোকসানা পারভীন রানী নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এছাড়া ২৪ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মনিরামপুরের ঝাপার শুকুর আলী এবং ২০ আগস্ট মনিরামপুরের গফ্ফার নামে আরো একজন মারা যান।

এছাড়া গত ১৩ আগস্ট যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরামপুরের মধুপুরের আবদুল্লাহর ছেলে ৭ম শ্রেণীর ছাত্র আরিফ (১২) মারা যায়। কিন্তু হাসপাতাল কতৃপক্ষ আরিফের মৃত্যুকে ডেঙ্গুতে আক্রান্ত বলে মানতে রাজি নন।

হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ লিটু দাবি করেন, আরিফের অন্য অসুখে আক্রান্ত ছিলো। তবে তার পরিবারের দাবি আরিফ ডেঙ্গুতেই মারা গেছে।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৮৮ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫৭৭ জন।


আরো সংবাদ



premium cement