২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সাতক্ষীরায় ডেঙ্গুজ্বরে মাদরাসা ছাত্রের মৃত্যু

- নয়া দিগন্ত

সাতক্ষীরার কালিগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আলমগীর হোসেন (১৪) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলাম গাজীর ছেলে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়বুর রহমান জানান, নিহত আলমগীর হোসেন গত ১৯ আগস্ট বিকেলে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

নিহত ছাত্রের পরিবারের সদস্যরা জানান, কোরবানীর ঈদ উপলক্ষে আলমগীর হোসেন বাড়িতে আসে। ঈদের পর জ্বরে আক্রান্ত হলে তাকে সোমবার বিকেলে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সকালে আলমগীরকে সাতক্ষীরায় সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকেও তাকে খুলনায় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে খুলনায় নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আলমগীরের মৃত্যু হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১০ জন চিকিৎসাধীন আছেন। কালিগঞ্জে এই প্রথম ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে বলে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement

সকল