২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দামুড়হুদায় বোমা বিস্ফোরণে ক্ষত-বিক্ষত হাকিম মারা গেছেন

সহযোগী আটক, স্ত্রী লাপাত্তা
-

হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দিবাগত রাতে মারা গেছেন বোমা বিস্ফোরণে ক্ষত-বিক্ষত চুয়াডাঙ্গার দামুড়হুদার হাকিম (৪৬)।

এ ঘটনায় আটক করা হয়েছে তার এক সহযোগীকে। আত্মগোপনে আছেন তার স্ত্রী।

পুলিশ জানিয়েছে, গত সোমবার দুপুরে হাকিম তার নিজ বাড়িতে বোমা তৈরির সময় এর বিস্ফোরণে ক্ষত-বিক্ষত হন। মারাত্মক ক্ষতি হয় ঘরের টিনের চালার। খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার ওসি শুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাকিমকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

পুলিশ অভিযোগের ভিত্তিতে একই এলাকার আসাদুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অন্যরা গা-ঢাকা দিয়েছে। ঘটনার পর থেকেই হাকিমের স্ত্রী ফরিদা খাতুন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার রাজশাহী থেকে লাশ আসার পর গ্রামের বাড়ির গোরস্থানে হাকিমের লাশ দাফন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাব্বত হোসেন জানান, তার স্ত্রীসহ অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আরো সংবাদ



premium cement