২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান পাওয়ায় খুবিতে আনন্দ শোভাযাত্রা

- ছবি : নয়া দিগন্ত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান এবং দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী, গবেষণা ও সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৬ষ্ঠ স্থান অর্জন করায় দুপুরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে বের হয়ে কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদী চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় ট্রেজারার ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

সমাপনীতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপ্রচেষ্টার কথা উল্লেখ করে সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এ সাফল্য সুসংহত করে সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান জানান। গত ৭-৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার গুণগতমান বাড়ানোর অব্যাহত প্রচেষ্টার সাফল্যের স্মারক এটি।

এসময় তিনি ইলেকট্রনিক, প্রিট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।


আরো সংবাদ



premium cement