২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মহেশপুরে বজ্রপাতে মারা গেছে চাষীর ১১ একর ঘেরের মাছ

-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লীতে বজ্রপাতে এক কৃষকের ১১ একর মৎস্য ঘেরের মাছ মারা গেছে।

ঘেরের মালিক মৎস্য চাষী মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র দীন মোহাম্মদ জানান, ‘ব্যাংক থেকে লোন নিয়ে ১১ একর জমিতে বিভিন্ন জাতের মাছের চাষ করেছিলাম। এ পর্যন্ত ১১ একর জলাশয়ে আট লাখ টাকা খরচ হয়েছে। এ থেকে ১২ টন মাছ উৎপাদন হতো, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। ঈদের দিন বিকাল ৪টার সময় ঘেরে বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে ওইদিনই সন্ধ্যা ৬টা থেকে মাছ মরে ভাসতে শুরু করে। পরের দিন সকাল পর্যন্ত ১২০ মণ মাছ মরে ভেসে উঠে।’

মহেশপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। ভিসেরা রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।’

তিনি মাছ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement