২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাদরাসা থেকে আসার সময় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

- ছবি : নয়া দিগন্ত

খুলনায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টায় মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাসের বড়ইতলা ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে মোটর সাইকেলের চালক ওমর ফারুক হৃদয়(২৪) ও হাসপাতালে নেওয়ার পথে মটরসাইকেল আরোহী দুই জমজ ভাইয়ের ছোট ভাই সাকিন আলম স্টার (১০) নিহত হয়েছেন। জমজ বড় ভাই মাহিন আলম সান (১০)কে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, খুলনা রেলওয়ে পুলিশের এ এস আই খুরশিদ আলমের জমজ ছেলে ফুলবাড়ীগেট তাহফিযুস সুন্নাহ হিফয মাদরাসার হেফয বিশেষ শাখার ৪র্থ শ্রেনীর ছাত্র মাহিন আলম ও সাকিন আলমকে জুম্মার নামাজের শেষে দৌলতপুর বনানী পাড়ার ওমর ফারুক হৃদয় মোটর সাইকেলযোগে দৌলতপুর তাদের বাসা নিয়ে যাচ্ছিলেন।

ঘটনাস্থলের মোড় ঘোরার সময় যশোর মুখী প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ ১৮-২৩৬২) সাথে দৌলতপুরমুখী মটরসাইকেল ঝিনাইদহ হ-১২-৭৮৪০ সংঘর্ষে প্রাইভেটকার এবং মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটর সাইকেলের চালক হৃদয় ঘটনাস্থলে নিহত হয়। মোটর সাইকেলের অপর দুই আরোহী জমজ দুই ভাই মটরসাইকেল থেকে ছিটকে ২৫/৩০ গজ দুরে ছিটকে রাস্তার পাশের রাখা বিদ্যুতের পোলের উপর পড়ে। ঘটনার পরপরই বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে প্রাইভেটকারের চালকসহ গুরুতর আহত দুই জমজ ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই সাকিন আলম স্টার নিহত হন।

আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বেলা ২টার দিকে বরইতলা ঘাট এলাকায় মোটর সাইকেল এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহীর মধ্যে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক ওমর ফারুক হৃদয় নিহত হয়েছেন। দুই আরোহীর মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং অপরজনকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা দৌলতপুর থানাধীন আমতলা মোড় আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা বলে জানান ওসি।


আরো সংবাদ



premium cement

সকল