১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জ্বীন তাড়ানোর নামে আগুনে ঝলসে দেয়া হলো গৃহবধূর মুখ!

গুরুতর আহত গৃহবধূ তাছরিনা খাতুন - নয়া দিগন্ত

জ্বীন তাড়ানোর নামে এক গৃহবধূর মুখ আগুন দিয়ে ঝলসে দিয়েছে ভন্ড কবিরাজ। ভূক্তভোগী গৃহবধূর নাম তাছরিনা খাতুন (২১)। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়। আহত গৃহবধূ তাছরিনা খাতুন উপজেলার কৃষ্ণনগর গ্রামের তফুর আলী গাজীর মেয়ে।

গুরুতর আহত গৃহবধূ তাছরিনার পিতা তফুর আলী গাজী জানান, প্রায় দু’বছর আগে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জাদাখালি গ্রামের মৃত সুরাত গাজীর ছেলে আজিজুর রহমানের সাথে বিয়ে হয় তাছরিনার। বর্তমানে তাছরিনার দেড় মাস বয়সী একটি ছেলে সন্তান আছে।

বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য তাছরিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সর্বশেষ শনিবার (৪ মে) সকালে নির্যাতনে তাছরিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে স্বামী, শাশুড়ি ও ননদ তাছরিনার ঘাড়ে ‘জ্বীন ভর করেছে’ বলে জনৈক দানকারী নামে এক ভণ্ড কবিরাজের কাছে নিয়ে যায়।

পরে অভিযুক্ত কবিরাজ জ্বীন তাড়ানোর নামে তাছরিনার মুখে কাঁথা দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে গৃহবধূ তাছরিনার মুখ ঝলসে যায়।

বিষয়টি জানতে পেরে তার পিতা ঘটনাস্থল কৈখালীর জাদাখালিতে গিয়ে গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে রোববার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপ কুমার বসু জানান, গৃহবধূ তাছরিনার মুখ আগুনে ঝলসে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল