১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বহিরাগতদের দিয়ে দলীয় কর্মীকে পেটালো ইবি ছাত্রলীগের কর্মী

-

ইবি ছাত্রলীগ কর্মীর সহায়তায় বহিরাগত কয়েকজন কর্মী ক্যাম্পাসে প্রবেশ করে ইবি ছাত্রলীগের হোসনে মোবারক সাগর নামে এক কর্মীকে মারধর করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

আহত সাগর ও অভিযুক্ত আশিকুজ্জামান আকাশ দু’জনই আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সাগর হালিম গ্রুপের এবং আকাশ মাসুদ গ্রুপের কর্মী বলে জানা যায়।

ঘটনার পর থেকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরী হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতারা বলছে, ইবি ছাত্রীগের কমিটি নিষ্ক্রিয় এবং নতুন কমিটি হওয়ার গুঞ্জনে ক্যাম্পাসে দলীয় কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

এদিকে মারধরের বিচার চেয়ে ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।

ঘটনায় আহত সাগর এবং আকাশের মধ্যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আকাশ তারই বন্ধু সাগরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে মেসেঞ্জার গ্রুপ ত্যাগ করে। এর কিছু সময় পরে রাত ৭টার দিকে ৭-৮জন স্থানীয় বহিরাগতদের নিয়ে এসে সাগরের উপর হামলা করে।

আবাসিক শিক্ষার্থীরা মারধরকারীদের ধাওয়া দিয়ে বহিরাগতরা পালিয়ে গেলেও আকাশকে হাতেনাতে ধরে ফেলে হলে তারা। পরে সেখানে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাছিরউদ্দিন আজহারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ এবং হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম উপস্থিত হয়ে ঘটনা শামাল দেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী নিজে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করেছেন। একই সাথে ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘এ বিষয়টি আমরা অবগত। ক্যাম্পাস প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিব।’

ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, ‘ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে।’


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল