২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

খালেদা জিয়ার মুক্তির দাবি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের অনশন - ছবি : নয়া দিগন্ত

বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মুক্তির দাবিতে যশোরে অনশন কর্মসূচি পালিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকদল এ কর্মসূচির আয়োজন করে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। সকালে শহরের লালদিঘীপাড়স্থ দরীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।

এ সময় তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তার জনক। আর গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। সরকার এ কারণে খালেদা জিয়াকে ভয় পান। ভয় পায় বলেই নানা কারণ দেখিয়ে মিথ্যা অভিযোগে তাকে জেলে রেখেছে। তিনি বলেন, এ সরকার গণতন্ত্রের কথা মুখে বললেও আসলে তারা গণতন্ত্র বিশ্বাস করে না। এদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে বেগম খালেদা জিয়ার সাথে আছে। অচিরেই বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে।

জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের পরিচালনায় অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক এড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,সিনিয়র যুগ্মসম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর মহিলাদলের সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বীট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মসম্পাদক রাজু আহমেদ, শামীম রেজা অর্ণব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, ,আঃ সবুর মন্ডল, তাতী সম্পাদক সিরাজুল ইসলাম, শিশুকল্যাণ সম্পাদক এহসানুল হক সেতু, সহ-গণশিক্ষা সম্পাদক মকবুল হোসেন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সর্দার রেজাউল হাসান, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, সুফিয়া বেগম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুর রহমান পিন্টু, চাচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী নল্লা, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, আশরাফ হোসেন, নওপাড়া ইউনিউন বিএনপির সাধারণ সম্পাদক মশিআর রহমান বাবলু, রামনগর ইউনিউন বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, চূড়ামনকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিয়ার রহমান শফি, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল করিম নান্নু, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সাবেক যুবদল নেতা হাসিব চৌধুরী,আকবর খোকন, নুর ইসলাম বুল্লা,ইসমাইল হোসেন টেনিয়া, সাইদুর রহমান বিপুল, আবুল কাশিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাব্লু, মহিলাদলের নেত্রী রাশিদা রহমান, জোবাইদা হক, সেলিনা পারভিন শেলি, সদর উপজেলা যুবদল নেতা ইদ্রিস আলী, আঃ রাজ্জাক, মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবকদলের সৈয়দ ইকবাল রুজু, মাহমুদ হাসান চুন্নু, বাবর আলী বাবু, রেজানুল ইসলাম রিয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, কোতয়ালী থানা ছাত্রদলের সভাপতি তানভীর রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement