২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় দ্বিতীয় দিনে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

-

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নয় দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট অব্যাহত রয়েছে। সেইসাথে চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি আজ দ্বিতীয় দিনও পালন করা হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে শ্রমিক ধর্মঘট চলছে।

বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে রাখেন পাটকল শ্রমিকরা। নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে তারা খুলনা-যশোর মহাসড়ক, নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক, বিআইডিসি সড়ক এবং রেলপথ অবরোধ করে রাখেন। তারা বিক্ষোভ মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন।

শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ করার কারণে খুলনার সাথে সড়ক ও ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করছে।

শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে খুলনা অঞ্চলের সকল পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

শ্রমিক নেতা সোহরাব হোসেন জানান, শ্রমিকরা ৭ থেকে ৯ সপ্তাহের মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। তারা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া দিতে পারছে না।


আরো সংবাদ



premium cement