২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

যশোরে ক্লিনিক থেকে নবজাতক চুরি

- ছবি : নয়া দিগন্ত

যশোরের শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভারন বাজারের ‘পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়েছে।

যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামের নবজাতকের পিতা শরিফুল ইসলাম বলেন, আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টায় টিকে সিজারিয়ানের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। গৃহবধূ নাসরিন আখতারের মামাত ভাই আলাল হোসেন জানান, দুপুর ১টার সময় ক্লিনিকের সহযোগিতায় নবজাতক এ শিশুকে চুরি করা হয়েছে।

পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের তত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্ম দেন প্রসুতি নাসরিন আখতার। সন্তানটি তাদের হাতে তুলে দেয় হয়। এর ঘন্টা দুই পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নবজাতকের দাদী আছিয়া বেগম বলেন, আমরা শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। এরই মধ্যে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না।

শার্শা থানার উপ-পরিদর্শক হাসান আলি বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement