২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

- ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

এ সময়ে আরও ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বাগেরহাটের ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর মহাসড়কে এক ঘন্টারও বেশি সময়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন জানান, এদিন দুপুরে খুলনা মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে ঘটনাস্থলে ৩ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছে। এ সময়ে ২০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ফকিরহাট হাসপাতালে ও নিহতদের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 


আরো সংবাদ



premium cement