২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ধানের শীষ বিজয়ী হলেই দেশের গণতন্ত্র রক্ষা পাবে : অমিত

ধানের শীষ বিজয়ী হলেই দেশের গণতন্ত্র রক্ষা পাবে : অমিত - ছবি : নয়া দিগন্ত

যশোরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ বিভিন্ন দলের ৩৭ জন প্রার্থী আজ তাদের নির্বাচনী প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েন প্রার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের মাঝে নির্বাচনী প্রতীক প্রদান করেন।

সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুর আওয়াল বলেন, যশোরের ছয়টি আসনের ৩৭ জন প্রার্থীর সবাই প্রতীক সংগ্রহ করেছেন।

প্রতীক পেয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে করেছেন যশোর -৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি সদর উপজেলার চাঁচড়া মোড়, ভাতুড়িয়া, সাড়াপোল, রুপদিয়া, বানিয়াবহু, গোয়ালদহ, নতুনহাট, চাঁচড়া চেকপোষ্ট, নতুনহাট এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি প্রতিটি নারী-পুরুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। এসময় শত শত নারী-পুরুষ, তরুণ ভোটাররা তাকে স্বাগত জানান।

পথ সভায় তিনি বলেন, স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছি। কিন্তু বাংলার মানুষ গণতন্ত্রের মা খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল। এই অবৈধ সরকারের কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। ৩০ ডিসেম্বর নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলেই দেশের গণতন্ত্র রক্ষা পাবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মামলা-হামলা, হুমকি-ধামকি দিয়ে নির্বাচনে ধানের শীষের বিজয় ঠেকানোর শত চেষ্টা চলবে। সেসব অপচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় সাহসী নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় কোনো শক্তি কেড়ে নিতে পারবেনা।

চাঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আঞ্জুরুল হক খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

যশোর-১ (শার্শা) আসনে প্রতীকপ্রাপ্তরা হলেন, শেখ আফিল উদ্দিন- নৌকা, মফিকুল হাসান তৃপ্তি- ধানের শীষ, বকতিয়ার রহমান- হাতপাখা এবং সাজেদুর রহমান- গোলাপফুল।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মে. জে. (অব.) নাছির উদ্দিন- নৌকা, আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন- ধানের শীষ, বিএম সেলিম রেজা (বিজেপি)- কাঁঠাল, মো. আসাদুজ্জামান- হাতপাখা, মো. আলাউদ্দিন (বাসদ)- মই, ফিরোজ শাহ (জাতীয় পার্টি)- লাঙল এবং এম. আছাদুজ্জামান- (গণফোরাম) উদীয়মান সূর্য।

যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ- নৌকা, অনিন্দ্য ইসলাম অমিত-ধানের শীষ, মনিরুজ্জামান- গোলাপফুল, জাহাঙ্গীর আলম- লাঙল, সৈয়দ বিপ্লব আজাদ- ( জেএসডি)-তারা ও মারুফ হাসান কাজল-(বিকল্পধারা)- কুলো।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে রণজিতকুমার রায়- নৌকা, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব- ধানের শীষ, অ্যাডভোকেট জহুরুল হক- লাঙল, লে. ক. (অব.) শাব্বির আহমেদ-(বিজেপি)- কাঁঠাল, নাজমুল হুদা-হাতপাখা, লিটন মোল্যা- গোলাপফুল, নাজিমুদ্দিন আল আজাদ (বিকল্পধারা) উদীয়মান সূর্য এবং মোহাম্মদ আলী জিন্নাহ-(ন্যাশনাল পিপলস পার্টি)-আম।

যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বপন ভট্টাচার্য- নৌকা, মুফতি ওয়াক্কাস-(জমিয়তে উলামায়ে ইসলাম)- ধানের শীষ, এমএ হালিম- লাঙল, নিজামুদ্দিন অমিত- (জাগপা)- হুক্কা, ইবাদুল ইসলাম খালাসি- হাতপাখা, কামরুল হাসান বারী (স্বতন্ত্র)- ট্রাক এবং রবিউল ইসলাম- গোলাপফুল।

যশোর-৬ (কেশবপুর) আসনে ইসমাত আরা সাদেক- নৌকা, আবুল হোসেন আজাদ- ধানের শীষ, আবু ইউসুফ বিশ্বাস- হাতপাখা, অ্যাড. মাহবুব আলম বাচ্চু- লাঙল ও সাইদুজ্জামান- গোলাপফুল।


আরো সংবাদ



premium cement