২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচন উপলক্ষে নড়াইলে ডিবি পুলিশের মহড়া

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে শহরে মহড়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুই ঘণ্টাব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়।

ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে শহরের মহিষখোলা, পুরাতন বাস টার্মিনাল, হাসপাতাল চত্বর, প্রেসক্লাব চত্বর, রূপগঞ্জ, হাতিরবাগানসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে ডিবি পুলিশের পক্ষ থেকে এ ধরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) জালাল উদ্দিন, নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আশিকুর রহমান, পুলিশ কর্মকর্তা শেখ শমসের আলী, মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement