২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুন্দরবনে জবাইকৃত হরিণের চামড়া-গোশত উদ্ধার

উদ্ধারকৃত হরিনের গোশত ও চামড়া -

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে হরিণের মাথা-চামড়াসহ ১০ কোজি গোশত উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার সকাল ৬ টার দিকে শ্যালানদীর মৃগামারী খাল থেকে এগুলো জব্দ করা হয়। তবে শিকারী চক্রের কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিততে কোস্টগার্ডের একটি টহল দল মৃগামারী খালে রোববার সকালে অভিযান শুরু করে। এ সময় কোস্টাগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলে বনের ভেতর জবাইকৃত হরিণের ১০ কেজি গোশত, একটি মাথা এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হরিণের গোশত-মাথা ও চামড়া চাঁদপাই ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয় বলে জানায় কোস্টগার্ড। চাঁদপাই স্টেশন কর্মকর্তা ফরেস্টার কামরুল হাসান জানিয়েছেন, বিকাল ৩ টায় স্টেশন সংলগ্ন এলাকায় উদ্ধারকৃত হরিণের গোশতসহ চামড়া ও মাথা বন আইন আনুযায়ী মাটিতে ডাম্বিং করা হয়েছে। আর এ বিষয় বন আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement