১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

নড়াইলে জেলা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৩

জেলা জামায়াতের আমীরসহ গ্রেফতারকৃত জামায়াতের নেতা-কর্মীরা। - ছবি: নয়া দিগন্ত

নড়াইলে জেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান বাচ্চুসহ (৪২) তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদরের শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপন বৈঠক করার সময় সদরের দলজিতপুর গ্রামের একটি বাড়ি থেকে জেলা জামায়াতের সেক্রেটারি কোমখালী গ্রামের আতাউর রহমান বাচ্চু, সদরের আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সদস্য চৌগাছা গ্রামের আবুল হাসান (৪৮) এবং জামায়াতকর্মী দলজিতপুর গ্রামের ফরিদুজ্জামানকে (৫৫) আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ওবায়দুল্লাহ কায়সারসহ কয়েকজন নেতা-কর্মী পালিয়ে যায়। এদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গোপন বৈঠক করার কথা অস্বীকার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা আতাউর রহমান বাচ্চুর নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement