১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বেনাপোলে ৯০ হাজার ডলারসহ আটক ২

-

যশোরে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে ৮৯ হাজার ৮০০ ইউএস ডলারসহ ওবায়দুর রহমান (২৭) ও মাসুদ মোল্লা (৩০) নামে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। জিন্সের প্যান্টের পায়ের অ্যাংগেলের নিচে বেঁধে এ ডলার যশোরে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা।

আজ বৃহস্পতিবার সকালে আমড়াখালি বিজিবি চেকপোস্টে যশোরগামী একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাদের আটক করে। আটক ডলার বেনাপোল চেকপোস্টে অবস্থিত একটি মানিচেঞ্জার থেকে নিয়েছেন বলে জানান পাচারকারীরা।

আটক ওবায়দুর রহমান নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামের আমির হোসেনের ছেলে আর মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি উপজেলার বাওয়ে সেনা গ্রামের আমির হোসেনের ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বেনাপোল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন দুই যাত্রীকে তল্লাশি করে তাদের পরিহিত জিন্স প্যান্টের পায়ের অ্যাংগেলের নিচে বাঁধা অবস্থায় ৮৯ হাজার ৮০০ ইউএস ডলার উদ্ধার করা হয়; বাংলাদেশি মুদ্রায় যা ৭৫ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।

আটক আসামিদেরকে ইউএস ডলারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা লে. কর্নেল আরিফুল।


আরো সংবাদ



premium cement