২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

-

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকালে কেন্দ্রীয় বিএনপির সহ কোষাধক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান খাঁন বাবু ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান টিপু তরফদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৮ জন নেতাকর্মি আহত হয়েছে। আহতরা হলেন রানা (৩২),হাপি (৩০),ডলার (৩৫), নয়ন (২৫), ওয়াসিম (২৬), কবির (২৭),কাদের (২৫),হাসিবুল (৩৫)। আহতদের স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা লাঠিচার্জও করেছে। এ ঘটনায় রাতে দামুড়হুদা থানায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাঈদ বিশ্বাস সহ ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮/১০ জনের নামে একটি মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান টিপু তরফদার গণসংযোগ করছিলেন। বিকাল ৫ টার দিকে তিনি দলীয় নেতাকর্মি নিয়ে কার্পাসডাঙ্গা কাষ্টমস মোড়ে ইউনিয়ন বিএনপির কার্যলয়ের সামনে এসে নেতাকর্মিদের বসিয়ে আছরের নামাজ আদায় করতে যান। এর আগে থেকে কেন্দ্রীয় বিএনপির সহ কোষাধক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খাঁন বাবুর সমর্থক কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাঈদ বিশ্বাস সহ নেতাকর্মিরা কার্পাসডাঙ্গা বিএনপির কার্যলয়ে অবস্থান করছিল। এ সময় উভয় কর্মিদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মিদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। নামাজ শেষে ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান টিপু তরফদার এসে নেতাকর্মিদের সান্তকরার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এতে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় রাতে ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান টিপু তরফদারের সমথক রানা বাদী হয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাঈদ বিশ্বাস সহ ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮/১০ জনের নামে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান টিপু তরফদার বলেন, তার শান্তিপূর্ণ গণসংযোগে পরিকল্পিতভাবে বাবু খাঁনের সমর্থকরা হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সহ কোষাধক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, যে অপ্রতীকর ঘটনাটি ঘটেছে তা কোন ভাবেই প্রত্যাশিত নয়। যারা হামলার সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে তিন জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সংঘর্ষকারীরা কোন রকম ছাড় পাবেনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো সংবাদ



premium cement