২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শরণখোলায় পল্লী বিদ্যূৎ সমিতির দুর্নীতির তদন্ত শুরু

-

পিরোজপুর পল্লী বিদ্যূৎ সমিতির সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও হয়রানির প্রতিবাদে বাগেরহাটের শরণখোলাবাসীর আন্দোলনের পর তদন্ত শুরু করেছে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড। বৃহস্পতিবার রাতে বিদ্যুতায়ন বোর্ডের দুই জন পরিচালক শরণখোলায় এসে এসব অভিযোগের তদন্ত করেন। এসময় তদন্তাস্থলে উপস্থিত এলাকাবাসীর অভিযোগ ও দাবিদাওয়া শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন ওই দুই কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তারা হলেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (ম্যানেজমেন্ট) মো. ওমর ফারুক ও পরিচালক (অর্থ) মোহাম্মদ হোসেন পাটোয়ারী। এদিন রাত ১০টার দিকে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকনের বাসভবনে অনুষ্ঠিত এ তদন্তে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শংকর কুমার কর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েতে উদ্দিন বাদশাসহ ভুক্তোভোগী বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বিদ্যুতায়ন বোর্ডের ওই দুই কর্মকর্তা জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমে আন্দোলনের খবর জানতে পেরে তারা বিষয়টি সমাধানের জন্যই শরণখোলায় ছুঁটে আসেন। তারা গ্রাহক ও সাধারণ মানুষের অভিযোগগুলো শুনেছেন এবং ঢাকায় ফিরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এসব সমস্যা দ্রুত সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি প্রতিবাদে শরণখোলা নাগরিক কমিটির ব্যান্যারে ভূক্তভোগী বিদ্যুৎ গ্রাহকসহ সাধারণ মানুষ আন্দোলন শুরু করে। তারা এসব অনিয়ম বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান এবং কয়েকদিন ধরে এলাকায় মানববন্ধন, সমাবেশ, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচী পালন করে আছে।

 


আরো সংবাদ



premium cement
পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি

সকল