২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাংবাদিক হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

-

নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলায় অংশগ্রহনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচীতে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন। মোনববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর হেমায়েত উদ্দিন বাদশা, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ আকন, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক আসাদুজ্জামান মিলন, জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান আবু গাজী, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল আহম্মেদ রুমি, কৃষকলীগের সভাপতি আঃ ওয়াদুদ আকন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, যুব দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমন্ডের আহবায়ক জিয়াউল হাসান তেনজিন, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাসান মীর, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান, জেলা জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক এম এইচ শাহিন ও ছাত্র ইউনিয়নের আহবায়ক সবুজ অধিকারী। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান।


আরো সংবাদ



premium cement