২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঝিনাইদহে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

-

ঝিনাইদহ মহেশপুরের পুরন্দপুর মাঠে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নুরু ওরফে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি ডাকাত সর্দার ছিলেন। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, হাসুয়া ও গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে।

নিহত নুরু যশোরের চৌগাছা উপজেলার বন্নী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে।

ঝিনাইদহ কোটচাদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের দাবি, জেলার মহেশপুর থানার টহল পুলিশ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে খালিশপুর জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে পৌঁছে দেখতে পায় সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে, পুলিশ ও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে নুরু নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে। নিহত ডাকাত সর্দারের নামে মহেশপুর, চৌগাছা ও জীবননগর থানায় একাধিক মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement