১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ। ছবি - নয়া দিগন্ত।

সবার সুখে হাঁসব আমি, কাঁদব সবার দুঃখে, কবিতার এ কথাকে বাস্তবে রুপ দিতে ঈদের আনন্দকে ভাগাভাগী করতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া দাখিল মাদ্রাসায় এ পোশাক বিতরণ করা হয়।

বুধরাব সকাল ১০ টায় মাদ্রাসা হল রুমে নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চৌগাছা সংবাদদাতা এম এ রহিম। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রসা পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক আব্দুল কাদের, ইউপি সদস্য ফজলুর রহমান, আবু জাফর, রফিকুল ইসলাম, হবিবুর রহমান প্রমুখ।

এ সময় মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীর হাতে ১টি করে পাঞ্জাবী, ছাত্রীদের হাতে ১টি করে থ্রিপিচ ও ফোরাগ এবং ছাত্রদের দেওয়া হয়েছে ঈদের পাঞ্জাবী। চৌগাছা শহরের কাপুড়িয়া পট্রির নুরআলী সুপার মার্কেটের নিউ পারভেজ ক্লথষ্টোরের মালিক আব্দুল মান্নান, আবু ইউছুফ মুকুল ও আব্দুল মালেক এ সকল নতুন পোশাক উপহার দেন। উল্লেখ্য মাদ্রাসাটি (ননএমপিও) ঈদের উপহার নতুন পোশাক পেয়ে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা দারুণ খুশি।


আরো সংবাদ



premium cement