২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

যত বুদ্ধি, ততই একাকী থাকার ঝোঁক!

যত বুদ্ধি, ততই একাকী থাকার ঝোঁক! - ছবি : সংগ্রহ

আপনার কি বন্ধু-বান্ধব বা অসংখ্য লোকের সঙ্গে আড্ডা দিতে একটু বিরক্তি আসে? ভাববেন না, এর কিন্তু একটা দারুণ দিকে রয়েছে। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে, যারা যত বুদ্ধিমান তারা একলা তত বেশি খুশি থাকেন। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের তরফে এই গবেষণাটি করা হয়েছে।

প্রায় ১৫ হাজার ১৮ থেকে ২৮ বছরের মানুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কোথায় থাকেন, কীভাবে জীবনে তারা খুশি থাকেন, যেখানে থাকেন তারা সেখানে কত লোকের সঙ্গে থাকেন, সেখানকার সামাজিক জীবন কী ধরনের- এমন নানা প্রশ্ন তাদেরকে করা হয়।

সমীক্ষায় উঠে আসে, যারা বহু মানুষের সঙ্গ পছন্দ করেন না, তারা খানিকটা হলেও বেশি বুদ্ধিমান। তারা দলে থাকলে সেখান থেকে নেতিবাচক দিকটাকেই গুরুত্ব দেন। এরা একা থাকার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান।

এর পিছনে নানা কারণ থাকতে পারে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজেদের জীবনের লক্ষ্য জয় করতেই তারা বেশিরভাগ সময় দেন ও তাই একা থাকতে পছন্দ করেন। এককথায় তাদের মুখচোরাই বলা হয়।


আরো সংবাদ



premium cement