২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হঠাৎ রেগে যাওয়া

-

মারামারি, ভাঙচুর বা রাগ দেখানো অনেক মানসিক রোগের সাধারণ উপসর্গ। এসব মানসিক রোগের মধ্যে আছে বাইপোলার ইফেকটিভ ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, বিষণœতা, ব্যক্তিত্বের সমস্যা ইত্যাদি। কিছু মানুষ পাওয়া যায়, যারা এসব রোগে ভুগছেন না কিন্তু হঠাৎ খুব সাধারণ কারণে এমন রেগে যান যে, আশপাশের সবাই হতভম্ব হয়ে যায়। ব্যক্তি নিজেও বুঝতে পারেন যে, তার রেগে যাওয়াটা ঠিক স্বাভাবিক নয়; কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এ মানসিক রোগকে হঠাৎ রেগে যাওয়া বা ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিজঅর্ডার বলে। এ রোগের বৈশিষ্ট্য হলো :
* ব্যক্তি বেশির ভাগ সময় তার রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে অন্যকে আঘাত করেন বা সম্পত্তির ক্ষয়ক্ষতি করে।
* যে ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ব্যক্তি রাগ প্রকাশ করছে, সে ঘটনার বিচারে ব্যক্তির রাগের মাত্রা অত্যন্ত বেশি। ব্যক্তি অন্য কোনো মানসিক রোগে বা ব্যক্তিত্বের সমস্যায় ভুগছে বা কোনো মাদকের প্রভাবে এ ধরনের আচরণ করছে।
অতীত রোগের ইতিহাস : এ রোগে আক্রান্ত অনেক ব্যক্তির মাথায় আঘাত পাওয়া এবং অতীতে তীব্র মানসিক রোগে ভোগার ইতিহাস রয়েছে।
রোগটি নিশ্চিতভাবে নির্ণয়ের জন্য ব্যক্তি আলজেইমার ডিজিজ, অ্যান্টিসোস্যাল বা বর্ডারলাইন ব্যক্তিত্বের সমস্যায় ভুগছে নাÑ এ বিষয়ে নিশ্চিত হতে হবে।
কারণ ও প্রকোপ : এ রোগের প্রকোপ সম্পর্কে এখনো তেমন জানা যায়নি। তবে এ রোগের প্রকোপ খুব বেশি নয় বলেই ধারণা করা হয়।
সাধারণত পুরুষের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। অল্প মাত্রায় হলেও মেয়েদের মধ্যেও এ রোগ দেখা যায়। বিশেষত মাসিকের আগে অনেক মেয়েকেই এ রোগে ভুগতে দেখা যায়।
চিকিৎসা : এ রোগের চিকিৎসার জন্য মনোচিকিৎসা ও ওষুধÑ এ দুইয়েরই প্রয়োগ দরকার হয়। মনোচিকিৎসার মাধ্যমে রোগীকে রাগ নিয়ন্ত্রণের নানা কৌশল শেখানো হয়। এ রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মধ্যে আছে বিভিন্ন ধরনের বিষণœতারোধী ওষুধ ও কার্বামাজেপিন, লিথিয়াম ডাই ভেলপ্রো এক্স ইত্যাদি।
লেখক : মানসিক রোগ বিশেষজ্ঞ।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

সকল