২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পেটব্যথা ও শল্যচিকিৎসা

-

মাথা থাকলে যেমন ব্যথা হয় তেমনি পেট থাকলে পেটেব্যথাও হবেÑ এটিই স্বাভাবিক। শিশু থেকে শুরু করে যেকোনো বয়সেই পেটব্যথা হয়ে থাকে। বেশির ভাগ পেটব্যথাই ক্ষণস্থায়ী এবং ওষুধ খেয়েই ভালো হয়ে যায়। কখনো কখনো পেটব্যথা এত তীব্র ও জীবন বিপন্ন করে তোলে যে, শল্যচিকিৎসকের
শরণাপন্ন হতে হয়। লিখেছেন অধ্যাপক ডা: মো: আবুল হাসেম ভূঞা
শল্যচিকিৎসারও প্রয়োজন পড়ে। এবার আমরা পেটব্যথার প্রধান কারণগুলো লক্ষ করি।
যেগুলোর জন্য আপনারা অবশ্যই শল্যচিকিৎসকের সাহায্য নেবেন :
১. অ্যাপেনডিসাইটিস।
২. কলিসিসটাইটিস অর্থাৎ পিত্তথলি বা গলব্লাডারের প্রদাহ পাথরজনিত অথবা পাথরবিহীন।
৩. ইনটেসটিনাল অবস্ট্রাকশন/খাদ্যনালীর পথরোধ হওয়া রোগ।
৪. পাকস্থলী বা খাদ্যনালী (ইনটেসটিন) ফুটো হয়ে যাওয়া।
৫. একিউট একজারবেসন অব পেপটিক আলসার।
৬. কিডনি, মূত্রনালী ও মূত্রথলিতে পাথর/ইনফেকশন।
৭. পিত্তনালীর পাথর।
৮. অগ্নাশয় বা পেনক্রিয়াসের প্রদাহ বা পেনক্রিয়াটাইটিস/ পেনক্রিয়াসের পাথর।
৯. রাপচার একটোপিক প্রেগনেন্সি প্রধান।
পেট ব্যথার এ পর্যায়ে আমরা আজ সবচেয়ে কমন যে কারণটির জন্য আপনারা সার্জনের (চিকিৎসক) শরণাপন্ন হন তা নিয়ে আলোচনা করব।
পেটব্যথা ও অ্যাপেনডিসাইটিস
অ্যাপেনডিসাইটিস মানে অ্যাপেনডিকস নামক ক্ষুদ্র অঙ্গটির প্রদাহ। এই অ্যাপেনডিকস অঙ্গটি পেটের নাভির ডান দিকে অবস্থিত। এটা দেখতে অনেকটা ওয়ার্ম বা কৃমির মতো এবং এটা খাদ্যনালীর বৃহদন্ত্রের অংশ। রোগ প্রতিরোধের ভূমিকা আছে বলে ধারণা করা হয়। তবে এই অঙ্গহানির ফলে শরীরের কোনো ক্ষতি হয় না।
অ্যাপেনডিসাইটিস কেন হয় :
বিভিন্ন কারণে অ্যাপেনডিসাইটিস হতে পারে যেমন :
১. ফিকুলিথ (শক্ত মলের নুড়ি) দ্বারা অ্যাপেনডিসকের প্রবেশ মুখ বন্ধ হয়ে।
২. হজম না হওয়া খাদ্যের অংশ যেমন টমেটোর খোসা দ্বারা অ্যাপেনডিকসের প্রবেশ মুখ বন্ধ হয়ে।
৩. গুঁড়া কৃমির দ্বারা এবং ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে অ্যাপেনডিসাইটিস হতে পারে।
অ্যাপেনডিসাইটিস রোগের লক্ষণ :
১. রোগী বলবে প্রথমে আমার ব্যথা নাভির চার পাশে অথবা পেটের উপরিভাগে শুরু হয়েছিল এবং দু-তিন ঘণ্টা পর এ ব্যথা সরে এসে নাভির ডান পাশে অবস্থান নিয়েছে।
২. হাঁচি-কাশি দিলে নাভির ডান পাশে ব্যথা হয়।
৩. বমিভাব বা ১-২ বার বমি হতে পারে।
৪. ক্ষুধা নেই।
৫. হালকা জ্বর ভাব।
৬. কনস্টিপেশন ও কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে।
৭. পরীক্ষা করলে নাভির ডান দিকে চাপ দিলে ব্যথা অনুভব করবে বা ব্যথার জন্য ধরাই যাবে না।
পেটব্যথার অনেক কারণগুলোর কথা আমরা আগে আলোচনা করেছি। ইনটেসটিনাল অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব :
ইনটেসটিনাল অবস্ট্রাকশন কাকে বলে?
বিভিন্ন কারণে খাদ্যনালীর অবস্ট্রাকশন হতে পারে। খাদ্যনালীর প্রতিবন্ধকতার যেকোনো বয়সেই হতে পারে। তবে প্রধানত একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমনÑ নিম্নে আলোচনা করা হলো :
(১) এই অবস্ট্রাকশন হতে পারে। খাদ্যনালীর ওয়ালের মধ্য থেকে টিউমার, পলিপ, টিবি বা ক্যান্সার হয়েও হতে পারে।
(২) আবার কখনো খাদ্যনালীর ভেতর কৃমি, পুডবোলাস, ফরেনবডি যেমনÑ সোনা, রুপা, লোহা ও ইনটোলাসসেপশন (একটি খাদ্যনালী অন্য একটি খাদ্যনালীর ভেতরে ঢুকে যাওয়া) হয়েও খাদ্য চলাচলে বাধাগ্রস্ত হতে পারে/অবস্ট্রাকশন হতে পারে।
(৩) খাদ্যনালীর বহিরাগত কারণেও ইনটেসটিনাল অবস্ট্রাকশন হতে পারে। যেমনÑ ইনটেনটিনাল ব্যান্ড ও এডহেসন (জন্মগত ও অপারেশনের পর) হারনিয়া ও খাদ্যনালীর আশেপাশে টিউমার হয়ে খাদ্যনালীর ওপর চাপ সৃষ্টি করেও এ অবস্ট্রাকশন ঘটাতে পারে। এ ছাড়া খাদ্যনালীর ডেভেলপমেন্টের ত্রুটির ফলে এই রোগ দেখা যায়। যেমনÑ ইন্সপারফোরেটেড এনাস (পায়ু পথ জন্মগতভাবে বন্ধ থাকা এবং ইনটেসটিনাল এট্রিশিয়া ইত্যাদি)।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল