১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কোলেস্টেরল কমানোর ওষুধের ঝুঁকি

-

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন প্রকাশিত জার্নালের এক সমীক্ষায় দেখা গেছে, কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ উচ্চ মাত্রায় সেবনের ফলে অনেকেই মাংসপেশি দুর্বলতার সমস্যায় ভুগছেন। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য জোকোর শ্রেণীর ওষুধ স্ট্যাটিন বহুল পরিমাণে ব্যবহৃত হতো। কিন্তু জোকোর প্রস্তুতকারীদের নতুন এক সমীক্ষায় দেখা গেছে, যারা সাধারণত দিনে দুইবার ৪০ মিলিগ্রাম মাত্রার এই ওষুধ ব্যবহার করছেন তাদের পেশির ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ডালাসের টেক্সাস সাউদওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪১টি দেশের চার হাজার ৪৯৭ জন রোগীকে দু’টি গ্রুপে ভাগ করে একটি সমীক্ষা চালান। একটি গ্রুপকে প্রতিদিন ৪০ মিলিগ্রাম মার্ক ড্রাগ এবং অন্য গ্রুপটিকে ৮০ মিলিগ্রাম করে ওই একই ওষুধ প্রয়োগ করেন। দেখা গেছে, যাদের উচ্চ মাত্রার ওষুধ দেয়া হয়েছিল সেসব রোগীর ৯ শতাংশ মায়োপ্যাথিতে ভুগছেন। কিন্তু অন্য গ্রুপের ক্ষেত্রে মায়োপ্যাথির কোনো লক্ষণ দেখা দেয়নি।
ষ ডা: রুমানা চৌধুরী


আরো সংবাদ



premium cement