২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৭৪ ভাগ ম্যালেরিয়া কমেছে বাংলাদেশে

৭৪ ভাগ ম্যালেরিয়া কমেছে বাংলাদেশে - ছবি : সংগ্রহ

৭৪ ভাগ ম্যালেরিয়া হ্রাস পেয়েছে বাংলাদেশে। ৫১ জেলায় কোনো রোগী নেই। সবচেয়ে বেশি ম্যালেরিয়া রয়েছে বান্দরবান জেলায়। এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও বেশি রয়েছে। কিছু ম্যালেরিয়া রয়েছে চট্টগ্রাম, কক্সবাজারে। কম আছে সুনামগঞ্জ শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রামে।
সবচেয়ে কম ম্যালেরিয়া শনাক্ত হয়েছে ২০১৮ সালে ১০৫২৩ জন। মারা গেছে ৭ জন। ২০১৪ সালে সবচেয়ে বেশি ৪৫ জন ম্যালেরিয়ায় মারা গেছে।

বৃহস্পতিবার ১১টায় মহাখালির স্বাস্থ্য অধিদফতরে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ সভায় এসব তথ্য দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা, উপস্থিত ছিলেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা সানিয়া তাহমিনা।


আরো সংবাদ



premium cement