২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মূত্র ও জননতন্ত্রের রোগ গনোরিয়া

-

অবাধ, অনিরাপদ যৌন মেলামেশা ও যৌন রোগীর ব্যবহৃত তোয়ালে এবং কাপড়চোপড় থেকে ছোঁয়াচে জাতীয় যৌন রোগের নাম গনোরিয়া। পুরুষ ও মহিলা উভয়ের মূত্র ও জননতন্ত্রে এর জীবাণু আক্রমণ করে।
যেভাবে ছড়ায় : মুখমেহনের মাধ্যমে গলার ভেতরের অংশ আক্রান্ত হয়। ফলে গলাব্যথা ও ঘন পুঁজের মতো কাশি হতে পারে। পায়ুপথে মেলামেশার মাধ্যমে মলদ্বার ও রেকটামে প্রদাহ হয়। মা গনোরিয়ায় আক্রান্ত হলে শিশুর দুই চোখও আক্রান্ত হয়। শিশুরা অসাবধানতাবশত রোগীর জীবাণুযুক্ত তোয়ালে ও পরিধেয় কাপড় ব্যবহার করলে বা এ রোগে আক্রান্ত কারো দ্বারা ধর্ষিত হলে শিশুদের যোনিপথে প্রদাহ দেখা দেয়।
লক্ষণ : পুরুষদের ক্ষেত্রে সাধারণত ১০-১৫ ভাগ ক্ষেত্রে উপসর্গবিহীনভাব থাকে। ২-১৪ দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পায়। প্রস্রাবের রাস্তায় অস্বস্তিভাব, জ্বালাপোড়া, ঝিনঝিনভাব করে। রোগী বলে প্রস্রাব করার সময় কুট করে কামড় দেয়। পরবর্তী সময়ে প্রস্রাবে জ্বালাপোড়া করা এবং কখনো প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। এ সময় লিঙ্গ বিশেষ করে প্রস্রাবের নালী লাল হয়ে ফুলে যায় ও ব্যথা অনুভূত হয়। চিকিৎসা ছাড়াও কিছু কিছু রোগীর দেহের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে ১-৩ মাসের মধ্যে আপনা আপনি ভালো হয়ে যায়।
জটিলতা : এই প্রদাহের চিকিৎসা না করালে লিঙ্গ ও তার আশপাশের কিছু গ্রন্থি আক্রান্ত হয়ে ফুলে যায় এবং প্রদাহের সৃষ্টি হয়। লিঙ্গ উত্থিত হলে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। সমস্যা দীর্ঘায়িত হলে প্রস্রাবের রাস্তা চিকন হয়ে প্রস্রাব ঠিকমতো বের হতে পারে না। ফলে প্রস্রাব থলিতে জমা হতে থাকে।
মহিলাদের ক্ষেত্রে : প্রায় ৫০-৭৫ ভাগ মহিলা উপসর্গবিহীন থাকে। অনেক সময় সাদা স্রাব বা নিউকোরিয়ার মতো উপসর্গ থাকে। তাই ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকে। ২৫ ভাগ মহিলার প্রস্রাবের জ্বালাপোড়া, সাদা স্রাব, বার বার প্রস্রাব হওয়া, মিলনের পর সামান্য রক্ত বের হওয়া, কোমর ও তলপেট ব্যথা এবং কুচকির লসিকাগ্রন্থি ফুলে যায়। যোনিপথের আশপাশের কিছু গ্রন্থি ফুলে যায় ও এখানে ফোঁড়া হয়। প্রচণ্ড মাথাব্যথা, জ্বর, তলপেট ব্যথাসহ প্রচুর পরিমাণে বিজলপুঁজ মিশ্রিত বা পুঁজের মতো প্রস্রাব বের হতে থাকে। এ ছাড়া অনিয়মিত মাসিক ও মাসিকের সময় প্রচুর রক্ত যেতে পারে। কিছু ক্ষেত্রে ফেলোপিয়ান টিউবে প্রদাহ হয়ে নালী বন্ধ হয়ে যায়। ফলে শিশুর ধারণক্ষমতা হারিয়ে যায়।
লেখক : চর্ম, অ্যালার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ
চেম্বার : আলরাজী হাসপাতাল, ১২ ফার্মগেট, ঢাকা। ফোন : ০১৮১৯২১৮৩৭৮

 


আরো সংবাদ



premium cement
ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত

সকল