২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ১০টি পরামর্শ

-

শিশুর জন্মের সময় এবং পরবর্তী কয়েক মাস শিশুর সুস্বাস্থ্যের জন্য যা জানা বা করা উচিত :
১. মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে একটি লিখিত নীতিমালা, যা স্বাস্থ্যসেবার সাথে জড়িত সবাইকে নিয়মিতভাবে অবহিত করতে হবে।
২. স্বাস্থ্যসেবার সাথে জড়িত সব কর্মীকে প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা এই নীতি সঠিকভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন।
৩. সব গর্ভবতী মাকে মায়ের দুধের গুণাবলি এবং বুকের দুধ যথাযথভাবে পাওয়ার জন্য কিভাবে যতœ নিতে হয়, তা জানাতে হবে।
৪. শিশুর জন্মের আধা ঘণ্টার মধ্যে তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য মাকে সহযোগিতা করতে হবে।
৫. শিশুকে সঠিকভাবে মায়ের দুধ খাওয়াতে হবে এবং শিশু ও মা একসাথে না থাকলেও শিশুকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়ার ব্যবস্থা কিভাবে করা যায় তা মাকে শেখাতে হবে।
৬. নিতান্তই চিকিৎসার প্রয়োজন ব্যতীত শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার বা পানীয় খাওয়াবেন না।
৭. মা ও শিশুকে প্রতিদিন ২৪ ঘণ্টা একই সাথে থাকতে দিন।
৮. শিশুর চাহিদামতো মায়ের দুধ খাওয়ান।
৯. শিশুর মুখে কোনো কৃত্রিম টিট, প্যাসিফাইয়ার, ডামি দেবেন না।
১০. শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সহযোগী দল গঠনে উৎসাহ দিন। মা হাসপাতাল বা কিনিক ছেড়ে যাওয়ার সময় সেসব দলের কাছ থেকে পরামর্শ নেয়ার জন্য বলে দিন।
ষ ডা: শাহজাদী শিলা


আরো সংবাদ



premium cement