২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টি-শার্ট শুধু ফ্যাশনই নয়

-


ফ্যাশনের জগতে জিন্স, টি-শার্ট অত্যন্ত জনপ্রিয় একটি পোশাক। কিন্তু টি-শার্ট নিয়ে সবচেয়ে সাড়াজাগানো ব্যাপারটি ঘটিয়েছেন কোনো ফ্যাশন ডিজাইনার নন বরং চিকিৎসকেরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিক্যাল বিশেষজ্ঞরা এই স্মার্ট টি-শার্টটি উদ্ভাবনের মধ্য দিয়ে সমগ্র বিশ্বকে তাক লাগিয়েছেন। ‘লাইফ ম্যাগাজিন’ এই টি-শার্টকে একবিংশ শতাব্দীর ২১টি আশ্চর্যজনক আবিষ্কারের অন্যতম একটি বলে অভিহিত করেছেন। টি-শার্টটি বোনা হয়েছে ইলেকট্রনিক সুতা, অপটিক্যাল ফাইবার এবং টাইনি সেন্সর দিয়ে। এটি পরিধানকারীর স্বাস্থ্য মনিটর করবে এবং অনেক দূরে অবস্থানরত ডাক্তার বা হাসপাতালকে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দিতে থাকবে।
টি-শার্টটি আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের জন্য প্রথম তৈরি করা হয়েছিল। যাতে করে ডাক্তাররা স্যাটেলাইট সিগনালের মাধ্যমে যুদ্ধ ক্ষেত্রে হতাহতের সংবাদ পেতে পারেন। এর নির্মাতারা এখন বেসামরিক লোকদের জন্য কাজ করে যাচ্ছেন। আটলান্টার জর্জিয়া টেকনলজি ইনস্টিটিউটের রিসার্চ ইঞ্জিনিয়ার রাজাস্বামী রাজমনিকম জানান, এর সেন্সরটি তাপমাত্রা, রক্তচাপ, শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন পরিমাপ করতে পারবে।
এ প্রক্রিয়ায় তথ্যগুলো ব্যক্তির মনিটরে চলে যায়, ডাটা প্রক্রিয়াজাত হতে থাকে এবং তাৎক্ষণিকভাবে পরিবর্তনগুলো চিহ্নিত করে। তিনি জানান, আমরা এতে আরো উন্নত করার চেষ্টা করছি যাতে হাসপাতালে, খেলোয়াড় এবং দমকল বাহিনীও এটি ব্যবহার করতে পারে।
বড় ধরনের ক্ষেত্রে কিংবা-হার্ট ডিজিজের মতো ঝুঁকিপূর্ণ রোগের ব্যাপারে এই টি-শার্ট সতর্ক দৃষ্টি রাখবে। বর্তমানে রিসার্চ ইনস্টিটিউটি শিশুদের জন্যও এরকম টি-শার্ট বানানোর চিন্তা করছে। শিশুদের শ্বাসপ্রশ্বাস বন্ধ হলে কিংবা রক্তচাপ কমে গেলে এটি সাথে সাথে সতর্ক করবে। লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালের কার্ডিওলজিস্ট ড. মার্কাস ফ্ল্যাদার বলেন, প্রচুর সিরিয়াস রোগী ভর্তি হয়, চিকিৎসার পর ভালোও হয়ে যায়। কিন্তু এটাই সবকিছু নয়। কারণ অনেক সময় তারা আবার অসুস্থ হয়ে পড়তে পারেন। এজন্য সবসময় তাদের শারীরিক অবস্থাটা জানা জরুরি হয়ে পড়ে। এখন থেকে এই টি-শার্ট খুব উপকারে আসবে।


আরো সংবাদ



premium cement