২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলের সেই তারকা

- ছবি : সংগৃহীত

খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছিলেন তিনি। চোখের সামনে দেখেছেন ৭১ জন মানুষের মৃত্যু! ভাগ্য খুব বেশি ভালো হওয়ায় বেঁচে গিয়েছেন তিনিসহ মাত্র ছয়জন। পাঠকরা হয়তো বুঝে গেছেন, বলা হচ্ছে ৩ বছর আগে বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের ফুটবলারসহ ৭১জন নিহতের সেই ভয়াবহ ঘটনার কথা বলা হচ্ছে। বিমান দুর্ঘটনা থেকে স্রেফ ভাগ্যের জোরে বেঁচে যান ফুটবলার নেতো। এই তরুণ ফুটবলার এখনও পর্যন্ত ভয়াবহ বিমান দুর্ঘটনার সেই ভয়ংকর স্মৃতি ভুলতে পারছেন না। তাই শেষ পর্যন্ত বিদায় জানিয়ে দিলেন ফুটবলকে।

২০১৬ সালে পুরো শাপোকোন্স ফুটবল দল কলম্বিয়া যাচ্ছিল কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে। কিন্তু তাদের বহনকারী বিমান কলম্বিয়ার সীমানায় পৌঁছার পরই আছড়ে পড়ে মাটিতে। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার পর ফুটবলার, কর্মকর্তা, সাংবাদিকসহ বিমানে থাকা ৭১ জনের সলিল সমাধি ঘটে। তবে ৩ ফুটবলারসহ সৌভাগ্যবান ৬ জন মৃত্যুকে জয় করে ফিরে আসেন স্বাভাবিক জীবনে। সেই ছয়জনের একজন নেতো। এরপর দুই বছর তিনি পূনর্বাসন কেন্দ্রে ছিলেন। চেষ্টা করে গেছেন মাঠে ফেরার। কিন্তু শরীর ও মনের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন তিনি।

নেতোর আগে ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা আরেক ফুটবলার জ্যাকসন ফোলম্যান ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন। দলের গোলকিপারের পথেই যেন হাঁটলেন নেতো। মন চাইলেও শরীর যেন চাইছিল না আর মাঠে ফিরতে। কঠোর অনুশীলন করছিলেন। কিন্তু পায়ের ব্যথাটা কিছুতেই যাচ্ছিল না। শেষ পর্যন্ত ডাক্তার তাকে ফুটবল ছাড়তে বলেন। যে কারণেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। যদিও তিনি একটি বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছিলেন ক্লাবের হয়ে; কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও নেতোর শারিরীক অবস্থার কারণেই খেলা সম্ভব হয়নি।

ব্রাজিলের একটি গণমাধ্যমকে নেতো বলেছেন, 'আমি ক্যারিয়ারে ইতি টানছি। চিকিৎসকদের পরামর্শমতোই সবকিছু হচ্ছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়ার পর আপাতত আমি সুস্থ। স্বাভাবিক জীবন-যাপনে আমার শরীরে তেমন কোনো যন্ত্রণাও নেই। কিন্তু শরীর বেশি সময় ধরে অনুশীলনের ধকল নিতে পারে না। হাঁটুতে প্রচন্ড ব্যাথা অনুভব হয় এবং পিঠের ব্যথা আমাকে কাবু করে তোলে। কখনও কখনও যন্ত্রণা হয়তো আনন্দের চেয়েও বড় হয়ে দেখা দেয়। সে কারণেই আমার খেলা ছাড়ার সিদ্ধান্ত। আমাকে বিদায়ী ম্যাচেও ডাকা হয়েছিল। কিন্তু শরীর সমর্থন দেয়নি।'


আরো সংবাদ



premium cement
চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’ ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়তে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ৫ জন‌ আটক ঈশ্বরদীতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ তীব্র তাপদাহে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করল একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন

সকল