২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে খেলবে বার্সা-রিয়াল

ছবি : স্পোর্টসকীড়া ডটকম -

স্প্যানিশ সুপার কাপ প্রথমবারের মতো স্পেনের বাইরে আয়োজন করা হচ্ছে। ২০২০ সালের জানুয়ারিতে সৌদি আরবে বসবে চার দলের এই আসরটি।

সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনালের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ভালেন্সিয়া। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে এমনটি জানায়।

৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এতে থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

আসরটির ড্র অনুষ্ঠানে জানা যায়, ৮ জানুয়ারিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। পর দিন শেষ চারের দ্বিতীয় ম্যাচে লড়বে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। এই টুর্নামেন্টে লা লিগার চ্যাম্পিয়ন-রানারআপ ও কোপা দেল রে’র চ্যাম্পিয়ন-রানারআপরা অংশ নেয়।


আরো সংবাদ



premium cement

সকল