২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লাজুক দেম্বেলেকে বাঁচাতে গেলেন মেসি, কিন্তু...

- ছবি : এএফপি

স্বভাবগত ভাবে বেশ লাজুক ওসমান দেম্বেলে। কথা বলেনও খুব কম। সেই দেম্বেলেই সেভিয়ার বিপক্ষে বাড়তি কথা বলে পেয়েছেন লাল কার্ড। এরপর তার বহিষ্কারাদেশ বদলানোর চেষ্টা করেছিলেন দলের সতীর্থরা। অধিনায়ক লিওনেল মেসিও দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করেছেন রেফারিকে। এমনকি দেম্বেলের স্প্যানিশ বলতে না পাড়া নিয়ে টিপ্পনীও কেটেছেন বার্সা অধিনায়ক।

লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের ৮৭তম মিনিটে হ্যাভিয়ার হার্নান্দেজকে ফাউল করলে লাল কার্ড দেখেন অভিষিক্ত রোনাল্ড আরায়ো। বার্সা খেলোয়াড়রা সে ঘটনার প্রতিবাদ করার এক পর্যায়ে রেফারিকে দেম্বেলে বলেছেন, 'খুব খারাপ, তুমি খুব খারাপ।' আর এটা বলার পর এ ফরাসি তারকাকে সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

দুই সতীর্থকে লাল কার্ড দেখানোর পর রেফারির সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন মেসি। রেফারিকে কি বোঝানোর চেষ্টা করছিলেন বার্সা অধিনায়ক?

মেসি সহ বার্সেলোনার অন্যান্য সতীর্থরা রেফারিকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন দেম্বেলে ভালো স্প্যানিশ বলতে জানে না। স্প্যানিশ ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করতে গিয়ে গুলিয়ে ফেলেন এ ফরাসী তরুণ। তাদের দাবী এ লাল কার্ড দেওয়াকেই খারাপ বলেছেন দেম্বেলে। রেফারিকে উদ্দেশ্য করে কিছু বলেননি।

আর দেম্বেলেকে রক্ষা করতে গিয়ে কোয়াত্রো একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, মেসি নিজেও নিজেকে 'খারাপ' বলে বোঝানোর চেষ্টা করেছেন। জেরার্দ পিকেও দেম্বেলেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। করেছেন সের্জিও বুসকেতসও। তবে প্রতিবাদের ভাষা জোরালো হওয়ায় হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন তাকেও।

শান্ত স্বভাবের দেম্বেলে বার্সেলোনার হয়ে ৬৬ ম্যাচ খেলে এর আগে কেবল ৩টি হলুদ কার্ড দেখেছেন। জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচেও কোন লাল কার্ড দেখেননি। সেভিয়ার বিপক্ষেই ক্যারিয়ারে প্রথম লাল কার্ডের স্বাদ পেলেন এ তরুণ।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল