২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চুলওয়ালা খেলতে চায়নি বললেন ন্যাড়া, রিয়ালি গল্প...

- সংগৃহীত

ওয়েলস তারকা গ্যারেথ বেলের সম্ভাব্য ট্রান্সফার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান বলেছেন তিনি দলের এই অভিজ্ঞ স্ট্রাইকারকে মোটেই অসম্মান করেননি।

বুধবার ফেড এক্স ফিল্ডে প্রীতি ম্যাচে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচকে সামনে রেখে ৩০ বছর বয়সী বেল সম্পর্কে জিদান বলেছেন, বেল নিজেই শনিবার হিউস্টনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে খেলতে চাননি। হতাশ জিদান বলেন, ‘আমি কাউকেই অসম্মান করিনি, বেলের ব্যাপারে তো প্রশ্নই ওঠে না। আমি শুধুমাত্র বলেছি যে ক্লাব বেলের বিদায়ের ব্যপারে কাজ শুরু করেছে, এর থেকে বেশি কিছু নয়। এর পরের দিন গ্যারেথ নিজেই না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে খেলতে চায়নি কারন মাদ্রিদ তার দলবদলের ব্যপারে আলোচনা করেছে।’

শনিবারের ম্যাচের পর বেলকে অসম্মান করে মন্তব্য করেছেন জিদান, এমন দাবী জানিয়েছেন বেলের এজেন্ট জনাথন বারনেট। এ সম্পর্কে বারনেট বলেছিলেন, ‘যে খেলোয়াড় রিয়াল মাদ্রিদের জন্য এতকিছু করেছে সেই খেলোয়াড়ের প্রতি কোচ এই ধরনের অসম্মানজনক মন্তব্য করতে পারেন না।’

ছয় বছর আগে টটেনহ্যাম হটস্পার থেকে চড়া মূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর বেল লা লিগা জায়ান্টদের হয়ে একটি স্প্যানিশ শিরোপা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। বিশেষ করে ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে তার দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলটি অনেকদিন মাদ্রিদ সমর্থকদের মনে থাকবে। কিন্তু জিদান মার্চে নতুন করে দায়িত্ব নেবার পর থেকেই বেল বদলী বেঞ্চে চলে গেছেন। জিদানের পুন:নিয়োগের পর বেল লিগের বাকি ১১টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন। এর মধ্যে চারটি ম্যাচে একেবারেই দলের বাইরে ছিলেন।


আরো সংবাদ



premium cement