২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কলম্বিয়ার কাছে লজ্জার পরাজয় মেসিদের

কলম্বিয়ার কাছে লজ্জার পরাজয় মেসিদের - সংগৃহীত

কলম্বিয়ার কাছে লজ্জার পরাজয় বরণ করল আর্জেন্টিনা। সালভাদোরে কলম্বিয়ার কাছে ০-২ গোলে পরাজিত হলো মেসিদের দল। শনিবার কোপা আমেরিকায় পরাজয় দিয়েই শুরু হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের যাত্রা।
আর্জেন্টিনার জালে প্রথম বলটি জড়িয়ে দেন মার্টিনেজ। নিজেদের অর্ধ থেকে হোসে রদ্রিগেজে লং বল পাঠিয়েছিলেন আর্জেন্টিনার ডিবক্সের বাইরে ডানদিকে। মার্টিনেজ সেই বল রিসিভ করে সহজেই আর্জেন্টিনার ডিফেন্ডার রেনজো সারাভিয়াকে পার করে যান কাট করে। এরপর বুলেট গতির এক শট মারেন কোণাকুণি। সামনে দাঁড়িয়ে থাকা নিকোলাস অটামেন্ডি দর্শকের মতো চেয়ে থেকেছেন। আর গোলরক্ষক ফ্রাঙ্কো আর্মানি ঝাঁপ দিয়েও নাগাল পাননি বলের। মার্টিনেজের গোলটি ২০১১ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার প্রথম। আর্জেন্টিনার বিপক্ষে ৫৬৫ মিনিটের গোলখরা কলম্বিয়ার কেটেছে দুর্দান্ত এক গোলে।

ম্যাচ শেষের চার মিনিট আগে জেফেরসন ফারফানের মাপা ক্রস থেকে দারুণ ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন দুভান জাপাতা। রাদামেল ফ্যালকাওয়ের বদলি হয়ে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল করেন তিনি। তাতে নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার জয়ও।

বি গ্রুপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেও হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই ঝুলে যাবে আর্জেন্টিনার।

‘এ’ গ্রুপে পোর্তো আলেগ্রেতে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। একই গ্রুপে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিক ব্রাজিল।


আরো সংবাদ



premium cement

সকল