২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফিফটির সঙ্গে পিচিচি, লোডিংয়ে গোল্ডেন শু

- ছবি : সংগৃহীত

চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলের (৩৬) খেতাব পিচিচি ট্রফিটা পাচ্ছেন মেসি। পাওয়ার কাছাকাছি আছেন মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু-ও।

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। সপ্তাহ আগে লিভারপুলের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ভেস্তে গেছে। বাকি আছে কোপা ডেল রের ফাইনালে নামার। তার আগে লিগে শেষটা ড্রয়ে সারল বার্সা। এইবারের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছেন মেসিরা।

ম্যাচের ২০ মিনিটে বার্সেলোনা এক গোল হজম করে। মিনিট দশেক পরে দুই মিনিটের ব্যবধানে দুবার জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন মেসি। ৩১ মিনিটে, আর ৩২ মিনিটে যথাক্রমে ভিদাল ও রাকিটিচের বাড়ানো বলে গোল করেন। যা চলতি লিগে সর্বোচ্চ, তার ৩৬তম গোল। পরে আরেকটি গোল শোধ করে ড্রয়ের ফল আনে এইবার।

এই ড্রয়ে বার্সেলোনা ৮৭ পয়েন্ট নিয়ে লিগের শেষ টানল। অ্যাটলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্টে দুইয়ে, আর রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে তিনে থাকল।

টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পথে মেসির ঝুলিতে জমেছে ৩৬ গোল। যা দুইয়ে থাকা সুয়ারেজ ও বেনজেমার চেয়ে ১৫ গোল বেশি। এতটা ব্যবধানে এর আগে কেউ পিচিচি হাতে নিতে পারেনি। ১৯৮৬-৮৭ মৌসুমে হুগো সানচেজ ১৪ গোলের ব্যবধানে পেছনে ফেলেছিলেন দুইয়ে থাকা প্রতিদ্বন্দ্বীকে।

তাতে টানা তৃতীয়বার ও রেকর্ড ছয়বার পিচিচি ট্রফি জিতলেন ফুটবল জাদুকর। ছয়বার এই খেতাব জেতার রেকর্ড আছে কেবল অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি তেলমো জারার, সেটিও ৬৬ বছর আগে।

এদিন জোড়া গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৯ ম্যাচে স্কোরের ফিফটি হয়ে গেছে মেসির। কেবল লা লিগায় নয়, চ্যাম্পিয়ন্স লিগেও চলতি মৌসুমের সর্বোচ্চ (১২) গোল তার। তাতে ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কারও মেসির ঝুলিতে যাচ্ছে! সেটিও টানা তৃতীয় মৌসুমে আর ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো।

গোল্ডের শুর জন্য নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পিএসজির ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেকে পেয়েছেন মেসি, তবে এমবাপের চেয়ে চার গোলে এগিয়ে আছেন। লিগ ওয়ানে এমবাপের এখনও এক ম্যাচ বাকি, মেসিকে টপকাতে হলে তাতে বিশেষ কিছুই করতে হবে বিশ্বকাপজয়ী তারকাকে। মেসিরও যে আছে এক ম্যাচ হাতে, কোপা দেল রের ফাইনাল।

মেসি এই নিয়ে পাঁচ মৌসুমে অন্তত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এবার গোল করাতেও কমতি ছিল না তার। লা লিগার সর্বোচ্চ অ্যাসিস্ট (১৩) তার, অবশ্য যৌথভাবে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৯ বার সতীর্থদের গোলে সরাসরি ভূমিকা রেখেছেন মেসি।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’

সকল