১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রিয়াল বাতাসে ফুল ছিটায় না, কাজ করে দেখায় : জিদান

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান - ছবি : সংগৃহীত

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘আমরা বাতাসে ফুল ছিটাই না, কাজ করে দেখাই।’ আগের ম্যাচে রায়ো ভালেকানোর কাছে পরাজিত হওয়ার পর ব্যাপক সমালোচনা শিকার হন তিনি।

এবার জয় দিয়ে সব সমালোচনার জবাব দিলেন রিয়াল মাদ্রিদ কোচ। রোববার মারিয়ানো ডিয়াজের জোড়া গোলে ক্লাবটি ৩-২ গোলে হারিয়েছে ভিলারিয়ালকে।

গত সপ্তাহে রায়ো ভালেকানোর কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর খেলোয়াড়দের আচরনের বিষয়ে এবং দলের ব্যাপক পরিবর্তনের বিষয়ে প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিদান। রোববারের ম্যাচেও তিনি স্কোয়াডে রাখেননি লুকা মড্রিচ ও গ্যারেথ বেলকে।

জিদান বলেন, ‘আমিই দলের কোচ। আমিই স্কোয়াড গঠন করি, এটাই ঠিক।’ ম্যাচে তিনি একাদশভুক্ত করেছিলেন জেসুস ভালেজো, ব্রাহিম ডিয়াজ ও ফেড্রিকো ভালভার্দের মত তরুণ তারকাদের। সেই সঙ্গে স্কোয়াডে ছিলেন মারিয়ানো। যিনি গত গ্রীষ্মে লিয়ঁ থেকে রিয়ালে যোগ দিয়েছেন।

ম্যাচের দুই অর্ধে তার মারিয়ানোর দুই গোল এবং ক্লাবের হয়ে ভালেজোর প্রথম গোল রিয়ালের জয়ের জন্য যথেষ্ট ছিল। যদিও শেষ ভাগে দ্বিতীয় গোল পরিশোধ করে রিয়ালের স্নায়ুচাপ কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন জুয়ামে কস্তা।

জিদান বলেন, ‘রায়োর বিপক্ষে আমরা অপেক্ষাকৃত ভাল খেলেছি। আমাদের এমন খেলার প্রয়োজন ছিল, এটা খেলোয়াড়দের জন্যও জরুরি। আমরা ভাল খেলেছি। আমরা বাতাসে ফুল ছড়াই না। আমরা আমাদের কাজটি সঠিকভাবেই করেছি এবং জয় পেয়েছি।’

এই ফলাফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২য় অবস্থানের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে। হাতে রয়েছে আর মাত্র দু’টি লীগ ম্যাচ। এখন রিয়াল যদি রাজধানীর শীর্ষ দল হিসেবে মৌসুম শেষ করতে চায় তাহলে বাকী দুই ম্যাচে তাদের জয়লাভ করার পাশাপাশি নগর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারতে হবে তাদের বাকী দুই ম্যাচে।

তবে জিদানের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটি। ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করা বার্সার সঙ্গে তাদের ১৫ পয়েন্টের ব্যবধান রচিত হয়েছে। কাতালানরা এখন ঘরোয়া ফুটবলে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচের দিকে মনোযোগী হয়ে উঠেছে।

রোববার অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে মারিয়ানোর গোলে লীড পায় রিয়াল। তবে ১১ মিনিটে গোলটি পরিশোধ করে ভিলারিয়ালকে সমতায় ফিরিয়ে আনেন জেরার্ড মোরেনো। ৪০ মিনিটে গোল করে রিয়ালকে ফের এগিয়ে দেন জেসুস ভালেজো। ফলে ২-১ গোলের লীড নিয়ে বিরতিতে যায় জিদানের শিষ্যরা। বিরতি থেকে মাঠে ফিরেই ৪৯ মিনিটে গোল করে রিয়ালকে ৩-১ গোলের ব্যবধানে পৌছে দেন মারিয়ানো। শেষ মিনিটে ভিলারিয়ালের হয়ে আরো একটি গোল পরিশোধ করেন জুয়ামে। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এর আগে অনুষ্ঠিত লীগের অন্য ম্যাচে জিরোনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারের অবস্থানকে আরো সংহত করল গেটাফে। জর্জ মলিনা ও রড্রিগুয়েজ ডিয়াজের গোলে পাওয়া জয়ের ফলে গেটাফে সেভিয়াকে পেছনে ফেলেছে তিন পয়েন্টে। হাতে রয়েছে আরো দুটি ম্যাচ। এদিকে ভ্যালেন্সিয়ার কাছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে হেরে এক মৌসুম শেষেই ফের অবনমন নিশ্চিত করল হুয়েস্কা।


আরো সংবাদ



premium cement