২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সোলোনা

মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সোলোনা - সংগৃহীত

প্রথমবারের মত মহিলা ফুটবল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। রোববার সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনার মহিলা দল।

ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রেঞ্চ ক্লাব লিঁও। টানা চতুর্থবারের মতো ও সব মিলিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১৮মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে লিঁও। আর বার্সেলোনা নামবে নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে।

তবে বার্সেলোনা এর আগে কখনই এতদূর আসতে পারেনি। শেষ চারে চারবার প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) কাছে পরাজিত হয়েছে কাতালান নারী দলটি।

ঘরের মাঠ মিনিয়েস্তাদিতে ১২ হাজার ৭৬৪ জন দর্শকের উপস্থিতিতে রোববার ম্যাচের প্রথমার্ধে মারিয়োনা কালডেন্টির পেনাল্টিতে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। নারীদের কোনো ফুটবল ম্যাচে এটাই সর্বোচ্চ সংখ্যক দর্শকের উপস্থিতি।


আরো সংবাদ



premium cement