২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বার্সাকে সেমিতে নিলেন মেসি, বিদায় রোনালদোর

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মেসিরা, রোনালদোদের বিদায় - ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে গেছে বার্সেলোনা। অন্য দিকে একই রাতে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস।

প্রথম লেগে ম্যানইউর মাঠে ১-০ গোলে জিতেছিল মেসিরা। দ্বিতীয় লেগে তাই ড্র করলেই চলতো। কিন্তু মেসি সেই অপক্ষোয় থাকেননি। জোড়া গোল করে দুই দলজে জিতিয়েছেন ৩-০ তো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগের ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলে ৪-০ গোলের বড় ব্যবধানে সেমির টিকিট নিশ্চিত করেছে আর্নেস্ত ভালভার্দের দল। দ্বিতীয় লেগে জোড়া গোল করেছেন মেসি, সতীর্থ ফিলিপ্পে কৌতিনহোকে দিয়ে করিয়েছেন অন্যটি।

ম্যাচের ১৬তম মিনিটে অসাধারণ দক্ষতায় দলকে এগিয়ে দেন অধিনায়ক মেসি। প্রতিপক্ষ অধিনায়ক অ্যাশনে ইয়ংয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে একজনকে কাটিয়ে খানিক জায়গা বানিয়ে নিজের চিরচেনা বাম পায়ের শটের বল জালে জড়ান মেসি।

মিনিট চারেক পর আবার মেসি জাদু। এবার ডান পায়ের। তবে এতে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দায়টাই বেশি। ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ের দুর্বল শট নেন মেসি, যা ছিল গোলরক্ষক বরাবর। কিন্তু রাখতে পারেননি গিয়া। তার হাতের নিচ দিয়ে জড়িয়ে যায় জালে। চলতি আসরের ১০ম এবং সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগে মেসির এটি ১১০তম গোল।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬১তম মিনিটে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কৌতিনহো। এতেই মূলত নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল।
অন্য দিকে আয়াক্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়ায় জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগ জেতার টার্গেট এখানেই শেষ। অন্তত এই মৌসুমের জন্য। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলে ৩-২ গোলে হারল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।


আরো সংবাদ



premium cement