১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মাঠে 'অসম্মানজনক' আচরণ, টেইলরকে একহাত নিলেন ক্ষুদ্ধ সরফরাজ

টেইলরের আচরণে ক্ষুদ্ধ সরফরাজ - নয়া দিগন্ত

আবুধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানে হেরেছে পাকিস্তান। তবে এই হারের চেয়েও সরফরাজদের কাছে এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে খেলাচলাকালীন কিউই ব্যাটসম্যান রস টেইলরের বিতর্কিত আচরণ। যার কারণে ক্ষুদ্ধ দল, ক্ষুদ্ধ অধিনায়ক সরফরাজ। পরে ম্যাচ শেষে টেইলরকে একহাত নিয়েছেন সরফরাজ।

কী ঘটেছিল মাঠে?

বুধবার নিজের প্রথম ওভারে বল করতে মাঠে আসেন মোহাম্মদ হাফিজ। তখন ব্যাট করছিলেন রস টেইলর। ওভারের শেষ বলটি যখন করেন, তখন স্ট্রাইকে ছিলেন টেইলর। হাফিজ বল করার পর তার বোলিংয়ের অনুকরণ করে হাত বাঁকান এই ব্যাটসম্যান। এই কাণ্ড করে তিনি হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন, যা মোটেও পছন্দ হয়নি সরফরাজের। তিনি সাথে সাথেই আম্পায়ারের সাথে এ নিয়ে দীর্ঘ সময় কথা বলেন। আম্পায়াররা তাকে শান্ত করার চেষ্টা করেন।

এখানেই ঘটনার শেষ নয়। এরপর ক্রমাগত টেইলর ও সরফরাজের মধ্যে বাক্য বিনিময় হয়। সরফরাজের মুখ দেখেই বোঝা যাচ্ছিল, তিনি টেইলরের ওপর ভীষণ ক্ষীপ্ত।

এরপর অ্যাম্পায়ার শোয়েব রাজা ও জোয়েল উইলসন টেইলরের সাথে এ নিয়ে কথা বলেন।

pakistan-3 (1)

পরে টেইলরের এই আচরণকে 'অসম্মানজনক' বলে মন্তব্য করেন সরফরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'তার এই আচরণ ঠিক ছিল না। কারো বোলিং অ্যাকশন নিয়ে কিছু বলা তার কাজ নয়। টিভিতে সেটি প্রচার হচ্ছিল। এটি খুবই অসম্মানজনক ছিল।'

তিনি আরো বলেন, 'তার (টেইলর) কাজ ব্যাটিং করা। সেই কাজে মনোযোগ দিলেই ভালো করবেন। আমি আম্পায়ারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছি, তার এই আচরণ খেলোয়াড়সুলভ ছিল না।'

এরপর সরফরাজ বলেন, 'টেইলর একজন পেশাদার ক্রিকেটার। তার এ ধরণের কাজ করা ঠিক না। তিনি দুই-তিনবার এমন করেছেন। এটি তার নয়, আম্পায়ারের কাজ। হাফিজের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। অথচ টেইলর এ নিয়ে একটি ইস্যু তৈরি করার চেষ্টা করছিলেন।'

উল্লেখ্য, ১৪ বছর আগে ২০০৫ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে প্রথম হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। খুব দ্রুতই তিনি তা শুধরে ফিরে আসেন। এরপর ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় আবার অ্যাকশন নিয়ে অভিযোগ উঠে। পরের বছর এপ্রিলে তিনি মাঠে ফিরেন। সর্বশেষ ২০১৭ সালে নিষিদ্ধ হন, বল হাতে ফিরেন চলতি বছরের এপ্রিলে।


আরো সংবাদ



premium cement
সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’

সকল