২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বার্সার গ্রাস কেড়ে নিলেন ইকার্ডি

বার্সার গ্রাস কেড়ে নিলেন ইকার্ডি - ছবি : সংগ্রহ

শেষ চার অ্যাওয়ে ম্যাচে ইন্টারের বিরুদ্ধে জয় অধরা ছিল বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে নামার আগে এই পরিসংখ্যানই মাথাব্যথার কারণ ছিল ভালভের্দের। সেই মাথাব্যথার কারণই প্রতিফলিত হলো ম্যাচেও। ৮৩ মিনিটে এগিয়ে গিয়েও গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে ইন্টারের বিরুদ্ধে জয় হাতছাড়া বার্সেলোনার। চোটের কারণে অনিশ্চিত মেসি মাঠে নামলেন না এদিনও। তবে মঙ্গলবার সান সিরো স্টেডিয়ামে বার্সার গ্রাস কেড়ে নিলেন তার দেশোয়ালি মাউরো ইকার্ডি।

অ্যাওয়ে ম্যাচে এদিন মেসি মাঠে না নামলেও সারা মাঠে ফুল ফোটালেন বার্সা ফুটবলাররা। তবে একাধিক সুযোগ নষ্টের খেসারত এবং গোল পেয়েও তা ধরে রাখতে না পারার খেসারত দিতে হলো কাতালান ক্লাবটিকে। এদিন প্রথমার্ধে সুয়ারেজ, কুটিনহোদের মুহুর্মুহু আক্রমণ আছড়ে পড়তে থাকে ইন্টার রক্ষণে। কিন্তু ফিনিশিংয়ের অভাব এবং সর্বোপরি ইন্টার দুর্গের শেষ প্রহরী হ্যান্দানোভিচের দুরন্ত কয়েকটি সেভ বার্সাকে গোলমুখ খুলতে দেয়নি। তাই বল পজেশনে অনেকটা এগিয়ে থাকলেও ম্যাচে এগিয়ে যাওয়া হয়নি ভালভের্দের ছেলেদের।

বিরতির পর কিছুটা খেলায় ফেরে ইন্টার মিলান। পাশাপাশি প্রথমার্ধের মতো ঝাঁঝ বজায় থাকে বার্সার খেলাতেও। তাই আক্রমণ প্রতি আক্রমণে প্রথমার্ধের তুলনায় উপভোগ্য হয়ে ওঠে দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের বাঁশি বাজার বাজার পরই সুযোগ তৈরি করে নিতে থাকেন পেরিসিচরা। অন্যদিকে দূরপাল্লার শটে বিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেয়া জারি রাখে বার্সেলোনা ফুটবলাররা।

৬৫ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েও গোল করতে ব্যর্থ হন পেরিসিচ। তেমনই ৬৭ মিনিটে দেম্বেলের জোরালো গোলমুখী শট ফের আটকে যায় হ্যান্দানোভিচের দস্তানায়। এরপর ডেডলক খুলতে ভিদালের শরণাপন্ন হন বার্সা কোচ। কিন্তু ৮১ মিনিটে মাঠে নেমে আসল কাজটি করেন সুপার সাব ম্যালকম। ৮৩ মিনিটে বক্সের মধ্যে বাঁ পায়ের দুরন্ত প্লেসিংয়ে ম্যাচে প্রথমাবারের জন্য পরাস্ত করেন হ্যান্দানোভিচকে।

যদিও সেই লিড শেষঅবধি ধরে রাখতে পারেনি বার্সেলোনা । ৮৭ মিনিটে বার্সা ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে ‘ফক্স ইন দ্য বক্স’ হয়ে ওঠেন ইকার্ডি। তাঁর সমতাসূচক গোলে ঘরের মাঠে এক পয়েন্ট নিশ্চিত করে ইন্টার মিলান। চার ম্যাচ পর ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলো কার্যত নিশ্চিত বার্সেলোনার। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল ইন্টার মিলান।

শীর্ষ স্থানে ম্যানসিটি

দুর্দান্ত ম্যানসিটিতে বিধ্বস্ত সাউদ্যাম্পটন। প্রতিপক্ষের জালে গোল উৎসবেই এককভাবে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান পুনরুদ্ধার ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের। সার্জিও অ্যাগুয়েরোর টুর্নামেন্টের দ্রুততম দেড় শ’ গোলের রেকর্ডের ম্যাচে তারকাসমৃদ্ধ ম্যানসিটির অপ্রতিরোধ্য পারফরম্যান্সের অসহায় দর্শক সাউদ্যাম্পটন। অ্যালান শিয়েরের পর প্রিমিয়ার লিগের ইতিহাসের পর সবচেয়ে কম ২১৭ ম্যাচে ১৫০ গোলে পৌঁছে গেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

রোববার আল-ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক ম্যানসিটির চ্যালেঞ্জ মোকাবেলায় ৬-১ বিধ্বস্ত সাউদ্যাম্পটন। একই দিনের অন্য খেলায় অ্যালভারো মোরাতার ডাবলে পয়েন্ট টেবিলের দুই নাম্বার পজিশনে উঠে এসেছে অল ব্লুজ খ্যাত চেলসি। হোম ভেনুর খেলায় স্প্যানিশ তারকা মোরাতার ডাবলে ৩-১ গোলে হারিয়ে দেয় ক্রিস্টাল প্যালেসকে। 
শনিবার আর্সেনাল সফরে লিভারপুলের ড্র প্রিমিয়ার লিগের রেসের শীর্ষ দুই পজিশন দখলে নেয়ার সুযোগ দুর্দান্ত পারফরম্যান্সেই লুফে নিয়েছে ম্যানসিটি ও চেলসি।


আরো সংবাদ



premium cement