২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সমালোচনার পর সুর পাল্টে ফেললেন ম্যারাডোনা

মেসি-ম্যারাডোনা - নয়া দিগন্ত

আর্জেন্টিনার দুই প্রজন্মের দুই সুপারস্টার দিয়োগো ম্যারাডোনা ও মেসির সম্পর্কটা একটু ঘোলাটে। একদিকে ম্যারাডোনা তার এক সময়ের শিষ্যকে আক্রমণাত্মক মন্তব্যে বিদ্ধ করেন। আর অপরদিকে মেসি নীরব। কখনো ম্যারাডোনার এই সব তীর্ষক মন্তব্যে খুব বেশি মুখ খুলেন না, বলা যায় এড়িয়ে যান। সম্প্রতি মেসিকে নিয়ে কটু মন্তব্য করেন ম্যারাডোনা। এরপর চারদিকে সমালোচনার ঝড় উঠে। তবে মেসি কিন্তু এখনও মুখে তালা আঁটানো। তবে তীব্র সমালোচনায় সুর পাল্টে কথা বলেছেন ম্যারাডোনা।

এর আগে মেক্সিকোর ‘লা আল্টিমা প্যালাব্রা’ নামক একটি টিভি অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছেন, 'মেসি গ্রেট ফুটবলার হতে পারে কিন্তু অধিনায়ক নয়।' তিনি আরো বলেন, 'ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাকে নেতা বানানোর কোনো মানেই হয় না।'

এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠে। মেসি ভক্ত এবং তার পরিবারও এর প্রতিবাদ করেন। অবস্থা বেগতিক দেখে ম্যারাডোনা ভোল পাল্টে ফেলেছেন। এখন বলছেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

মেক্সিকোর ক্লাব ডোরাডোসের এই কোচ বলেন, 'আমি জানি, লিওকে। আমি জানি, ও বিশ্বের সেরা ফুটবলার।'

ম্যাচের আগে ২০ বার বাথরুমে যাওয়া প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, 'আমি যদি বলেও থাকি যে, ম্যাচের আগে কেউ ২০ বার বাথরুমে যায়, তাহলেও আমি কিন্তু কারো নাম করিনি। আমি কোথাও বলিনি যে, ওই ফুটবলারের নাম লিওনেল মেসি। আমি অন্য ফুটবলারের কথা বলতে চেয়েছিলাম।'

কিন্তু ম্যারাডোনা আসলে কার নাম বলতে চেয়েছিলেন, সেটাও খোলাসা করেননি।

 

ম্যাচের আগে ২০ বার বাথরুমে ছুটলে নেতা হতে পারবে না মেসি : ম্যারাডোনা

গোল ডট কম

গ্যালারিতে বসে কখনো মেসির খেলা দেখে উত্তেজনায় লাফিয়ে উঠেন, আবার কখনো আক্রমণাত্মক হয়ে উঠেন ম্যারাডোনা - নয়া দিগন্ত
গ্যালারিতে বসে কখনো মেসির খেলা দেখে উত্তেজনায় লাফিয়ে উঠেন, আবার এই মানুষটিই কখনো আক্রমণাত্মক হয়ে উঠেন। বলা হচ্ছে, আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কথা। রাশিয়া বিশ্বকাপের সময় মেসিকে ভালই সমর্থন দিয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই নাকি তাদের সম্পর্ক আরো অবনতি হয়েছে। যার প্রমাণ পাওয়া গেলো এবার। মেক্সিকোর ‘লা আল্টিমা প্যালাব্রা’ নামক একটি টিভি অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছেন, 'মেসি গ্রেট ফুটবলার হতে পারে কিন্তু অধিনায়ক নয়।'

তিনি বলেন, 'মেসি মাঠে নামার আগে কারো সাথেই কথাবার্তা বলে না। মাঠে নেমেই নেতৃত্ব বুঝে নিতে চায়। খেলার আগে সতীর্থ বা কোচের সাথেও আলোচনা করে না। তাদের সাথে আলোচনার থেকে প্লে স্টেশনে খেলতেই বেশি পছন্দ করে মেসি।'

এরপরই সবচেয়ে আক্রমণাত্নক মন্তব্যটি করেন ম্যারাডোনা, 'কথাটা বলা ঠিক হবে না, তবুও বলছি- ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাকে নেতা বানানোর কোনো মানেই হয় না।'

তিনি আরো বলেন, 'মেসিকে ঈশ্বর বানানো বন্ধ করুন। ও অন্য সবার মতোই আর্জেন্টিনার একজন খেলোয়াড়।'

একের পর এক তীর্যক মন্তব্যের পর শেষ কথাটা মেসির পক্ষেই বলেছেন ম্যারাডোনা। বলেছেন, 'আমার মনে হয়, মেসির ওপর থেকে চাপ কমানো উচিত।'

'মেসির ওপর থেকে অধিনায়কের দায়িত্ব সরিয়ে নিতে হবে। তাহলেই মেসির তার স্বভাবসুলব খেলা খেলতে পারবে। আমি জানি মেসির কেমন খেলে।’ (১৪ অক্টোবর ২০১৮, প্রকাশিত সংবাদ)


আরো সংবাদ



premium cement