১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মাঠে দেরিতে আসায় ইউনাইটেডের জরিমানা

-

চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে দেরিতে উপস্থিত হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। অন্যদিকে লিভারপুলের বিপক্ষে ম্যাচ শেষে আতশবাজি জ্বালানোর কারণে নাপোলিকে ৩৪ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

গত ২ অক্টোবর ম্যানচেস্টারে প্রচণ্ড যানজটের কারণে ইউনাইটেড মাঠে প্রবেশে বিলম্ব করে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ক্লাবের পক্ষ থেকে পরবর্তীতে নিশ্চিত করা হয় নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর তারা স্টেডিয়ামে প্রবেশ করেছিল। যে কারণে স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও তা পাঁচ মিনিট দেরিতে শুরু হয়। দেরিতে আসার কারণে উয়েফা তাদেরকে পাঁচ হাজার ইউরো ও ম্যাচ দেরিতে শুরু করার কারণে আরো ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত ৩ অক্টোবর লিভারপুলের বিপক্ষে ভ্যালেন্সিয়াও স্তাদিও সাও পাওলোতে নাপোলির মত একই কাজ করেছিল। সেক্ষেত্রে ভ্যালেন্সিয়াকেও জরিমানা করা হয়। কিন্তু তখন ভ্যালেন্সিয়াকে এক হাজার ইউরো জরিমানা করা হয়। এরপরেও নাপোলি একই ভুল করায় তাদের জরিমানার পরিমান বৃদ্ধি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement