২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

বার্সেলোনায় ফিরছেন নেইমার!

বার্সেলোনার হয়ে গোল করার পর মেসি-নেইমারের উদযাপন (ফাইল ফটো) - সংগৃহীত

প্যারিস সেইন্ট-জার্মেই থেকে নেইমারের বার্সেলোনায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে স্বীকার করেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। কিন্তু একইসাথে তিনি পুরো বিষয়টিকে একেবারে উড়িয়ে দেননি।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। চুক্তির বিপুল পরিমান অর্থ তাকে সর্বকালের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবেও প্রতিষ্ঠিত করে।

বার্সা ছাড়ার পর থেকেই ব্রাজিলিয়ান এই তারকা ধারাবাহিকভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন। লিগ ওয়ানের ১৬ ম্যাচে করেছেন ২৭ গোল। যদিও অনেকেই মনে করেন, ফ্রেঞ্চ রাজধানীতে মানিয়ে নিতে বেশ কষ্ট করতে হচ্ছে নেইমারের। পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই ২৬ বছর বয়সী নেইমারের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে বিশ্বকাপের আগ দিয়ে তার রিয়াল মাদ্রিদেও যোগ দেয়ার জোর গুজব ছিল।

সম্প্রতি শোনা যাচ্ছে, পুরনো ক্লাব বার্সেলোনা আবারো তাকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনার জন্য আলোচনা শুরু করেছে।

সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে ভালভার্দে এ সম্পর্কে বলেছেন, ‘মৌসুমের যেকোনো সময়ই এই বিষয়টি নিয়ে চিন্তা করা যায়। কিন্তু নেইমার সবসময়ই ভিন্ন কোনো পরিবেশে, ভিন্ন কোনো দলে খেলতে চেয়েছে। এগুলো সবই গুজব। এমনকি এটা মোটেই ট্রান্সফারের কোনো সময় না। সে কারণে আমি খেলোয়াড়ের দলবদল নিয়ে কথা বলতে পারি না। আগামী মাসেও এই ধরনের কোনো সম্ভাবনা নেই। ফুটবলে সবই সম্ভব। কিন্তু নেইমারের বিষয়টি কঠিন, তবে আমি সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছি না, দেখা যাক কি হয়।’

 

হেরেও আর্জেন্টিনা কোচের হুঙ্কার

লিওনেল মেসি ছিলেন না। ছিলেন না সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, অ্যাঞ্জেল ডি মারিয়া। অভিজ্ঞ বলতে গেলে পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও নিকোলাস ওতামেন্দি। তা সত্ত্বেও আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিলের নেইমার, ফিলিপ কুতিনহো, রবের্তো ফির্মিনোরা নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল পেলেন না। ম্যাচে অবশ্য তিতের দলই জিতল ১-০। অতিরিক্ত সময়ে নেইমার কর্নারে মাথা ছুঁইয়ে ব্রাজিলকে জয়ের গোল এনে দেন ডিফেন্ডার জোয়াও মিরান্দা।

ম্যাচ হেরে আর্জেন্টিনা কোচ লিয়োনেল স্কালোনির হুঙ্কার,  ‘‘ম্যাচের ফল যা হোক না কেন, এটা বোঝানো গেছে, আর্জেন্টিনা বিশ্বের যে কোনো দলের মুখোমুখি হতে পারে।’’

সৌদি আরবের জেদ্দায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই ‘সুপার ক্লাসিকো’ দেখতে ৬০ হাজার দর্শক এসেছিলেন মাঠে। কিন্তু গ্যাব্রিয়েল জেসুস, নেইমারদের সামনে রক্ষণের শক্তপোক্ত পাঁচিল দাঁড় করিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার অর্ন্তবর্তীকালীন কোচ লিয়োনেল স্কালোনি। প্রথমার্ধের ২৮ মিনিটেই গোল পেতে পারতেন মিরান্দা। মিরোর ক্রসে পা ছুঁইয়ে প্রায় গোল করে ফেলেছিলেন তিনি। কিন্তু গোললাইন থেকে সেই বল ফেরান আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দি। জাতীয় দলের হয়ে এ দিন ৯৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। এ দিনের পরে তিনি জাতীয় দলের হয়ে মাঠে নামার সংখ্যায় পিছনে ফেললেন পেলে, রিভেলিনো ও কাকাকে। তবে গোলের সেই কর্নার ছাড়া সেভাবে চোখে পড়েননি তিনি।

অতিরিক্ত সময়ে প্রথম পোস্টে হেডে গোল করেন সেই মিরান্দাই। এক্ষেত্রে আর্জেন্টিনা রক্ষণ মিরান্দাকে নজরে রাখেননি। এ ছাড়া রিফ্লেক্সে ভুল হয়ে গিয়েছিল তাদের গোলকিপার সের্খিয়ো রোমেরোর। দলকে জিতিয়ে মিরান্দা বলে যান, ‘‘আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করে দলকে জেতানোর মজা ও উত্তেজনাটাই আলাদা।’’

তার সতীর্থ ফেলিপ লুইসও বলেন, ‘‘দ্বিতীয়ার্ধে দল ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু প্রতিপক্ষের চেয়ে ম্যাচে বেশি জাঁকিয়ে বসেছিলাম আমরাই। কিন্তু আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করল।’’

রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পরে এটি লিয়োনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার প্রথম হার। অন্যদিকে, বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পরে তিতের দল চার ম্যাচের প্রতিটিতেই জয় পেল। জিতলেও ব্রাজিলের পক্ষে খারাপ খবর, দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান, ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা ব্রাজিলের রাইট ব্যাক দানিলো।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা গাজার বালিতে আটকে পড়েছে ইসরাইলি বাহিনী : হামাস মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন : যা বলছে আওয়ামী লীগ মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত

সকল