২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মেসি না থাকায় খুশি নেইমার

প্রীতি ম্যাচে মেসি না থাকায় খুশি নেইমার - সংগৃহীত

সৌদি আরবে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু এই ম্যাচে আর্জেন্টাইন দলে থাকছেন না সুপারস্টার লিওনেল মেসি। আর প্রীতি এই ম্যাচে মেসির মোকাবেলা করতে হবে না বলে দারুণ খুশি ব্রাজিলিয়ান তারকা নেইমার।

লিওনেল স্কালোনির অধীনে টানা দুই ম্যাচে মাঠের বাইরে রয়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হতাশাজনক পারফরমেন্সের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন মেসি। কোচের সাথে পরামর্শেই তিনি কিছুদিন বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

নেইমার স্বীকার করেছেন সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির অনুপস্থিতিতে তার ভক্তরা প্রিয় খেলোয়াড়ের খেলা দেখা থেকে বঞ্চিত হবেন। কিন্তু প্রীতি ম্যাচটিতে মেসি না খেলায় তা ব্রাজিলের জন্য সুবিধাই হয়েছে বলে নেইমার মনে করেন। তারপরেও আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দেরও সামলাতে বেশ বেগ পেতে হবে বলেই সতর্ক করেছেন এই পিএসজি তারকা। বিশেষ করে পাওলো দিবালার মত খেলোয়াড়রাই আর্জেন্টিনার খেলা পাল্টে দেয়ার জন্য যথেষ্ট।

ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে নেইমার বলেছেন, ‘যারা ফুটবলকে ভালবাসে তাদের জন্য মেসির অনুপস্থিতি সত্যিই দুঃখজনক। কিন্তু আমাদের জন্য অবশ্যই এটা সুসংবাদ। আমরা কোনদিনই আর্জেন্টিনাকে খাটো করে দেখিনি। তাদের দলে যে মানের খেলোয়াড় আছে তারা সবাই নিজেদেরকে যেকোনো সময়ই প্রমাণ করতে পারে। তাদের দলে দিবালাকে একজন খেলোয়াড় হিসেবে আমি বেশ পছন্দ করি। এটা সত্যিই একটি কঠিন ম্যাচ হবে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে, তাদের বিপক্ষে খেলার সবসময়ই বিশেষ এক অনুভূতির জন্ম দেয়। এখানে কেউই ফেবারিট হিসেবে মাঠে নামে না।’

গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স সান্দ্রোর গোলে গত শুক্রবার সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। অন্যদিকে ইরাককে ৪-০ গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসেই আছে আর্জেন্টিনা।

 

'ব্রাজিল-আর্জেন্টিনা একবার মাঠে নামলে সেটি আর ফ্রেন্ডলি ম্যাচ থাকে না'

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার ফুটবলার মাওরো ইকার্দি মনে করেন, ব্রাজিলের সাথে ‘ফ্রেন্ডলি’ ম্যাচ বলে কিছু হয় না!

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল বা আর্জেন্টিনা- কেউই সমর্থকদের প্রত্যাশাপূর্ণ করতে পারেনি। বিশ্বকাপের পরে আর্জেন্টিনা দল থেকে আপাতত সরে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। নতুন কোচ লিয়োনেল স্কালোনি চেষ্টা চালাচ্ছেন নতুন একটু দল গড়ে তোলার। যে দলে ফিরে এসেছেন ইন্টার মিলানোর ইকার্দি। যাকে বিশ্বকাপে না নিয়ে যাওয়ায় বিতর্কের ঝড় উঠেছিল। সেই ইকার্দি এখন বলছেন, ‘‘ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ কখনও বন্ধুত্বপূর্ণ হতে পারে না। ফলে এই ম্যাচকে ফ্রেন্ডলি বলা ঠিক নয়। একবার মাঠে নামলে কারো মনে থাকে না, ম্যাচটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি না অন্য কিছু।’’

নিজের সম্পর্কে ইকার্দি বলেছেন, ‘‘আমি ভালই ছন্দে আছি। শারীরিক ভাবেও ভাল জায়গায় আছি। দলের সাথে পুরোদমে অনুশীলন করছি। যেটা আগেরবার ঘটেনি। আমরা এখন আর্জেন্টিনার একটা নতুন দল গড়তে চাইছি।’’

সেই লক্ষ্যে নতুনদের নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন আর্জেন্টিনার কোচ। রাশিয়া বিশ্বকাপ দলে থাকা মাত্র তিন ফুটবলার এখন আছেন আর্জেন্টিনা দলে। এই নতুন দল নিয়েই ইরাকের বিরুদ্ধে শেষ ফ্রেন্ডলি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। যা নিয়ে ইকার্দি বলেছেন, ‘‘ম্যাচটা কিন্তু সোজা ছিল না। ওরা যথেষ্ট লড়াই করেছিল। পাল্টা আক্রমণ উঠে আসছিল। কিন্তু কোচের কথা মতো খেলেই আমরা সাফল্য পেয়েছিলাম।’’

ব্রাজিল ম্যাচ যে আর্জেন্টিনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা পরিষ্কার হয়ে যাচ্ছে ইকার্দির কথাতেই। এই ফরোয়ার্ড বলেছেন, ‘‘এই ম্যাচের গুরুত্ব আমাদের এই নতুন দলটার কাছে অনেক। আর্জেন্টিনার ফুটবলকে আমরা নতুন দিকে নিয়ে যেতে চাইছি। ঠিক মতো এগোতে গেলে এই সব ম্যাচে আমাদের ভাল খেলতেই হবে।’’

 

বার্সা ছেড়ে ম্যান সিটিতে মেসি, গুজব নাকি সত্য?

বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর বিষয়ে ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না বলে দাবি জানিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পুরো বিষয়টিকে তারা গুজব বলে উড়িয়ে দিয়েছে।

২০১৬ সালে প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেয়ার পর বার্সেলোনার সাবেক বস পেপ গার্দিওলা বেশ কয়েকবারই মেসিকে দলে নিতে চেয়েছেন বলে আলোচনা উঠেছিল। সিটি চেয়ারম্যান খালদুনা আল মুবারকের বরাত দিয়ে স্প্যানিশ পত্রিকা মুনডো ডিপোর্তিভো বলেছে, মেসির জন্য গার্দিওলা একবার বেশ লোভনীয় প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী প্রতি সপ্তাহে মেসিকে এক মিলিয়ন পাউন্ডেরও বেশি দেয়ার কথা ছিল। আমরা এই বিষয়ে গার্দিওলাকে আলোচনা করতে বলেছিলাম। বার্সেলোনায় মেসি যা পায় তার তিনগুন বেশি বেতনে আমরা তাকে দলে নিতে চেয়েছি। কিন্তু মেসি কখনই এই প্রস্তাব গ্রহণ করেনি।

কিন্তু এই রিপোর্টের কোনো ভিত্তি নেই বলেই সিটি দাবি জানিয়েছে। সিটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা এই ধরনের রিপোর্টের নিন্দা জানাচ্ছি। এখানে যে মন্তব্য ব্যবহার করা হয়েছে তা আমরা প্রত্যাখান করছি।’

আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি গার্দিওলার অধীনে বার্সেলোনায় চার মৌসুম খেলেছেন। এই সময়ের মধ্যে মেসি ও গার্দিওলা ১৪টি শিরোপা জিতেছেন। গত বছরের নভেম্বরে ৩১ বছর বয়সী মেসি বার্সার সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। গত মৌসুমে গার্দিওলা সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন।

দেখুন:

আরো সংবাদ



premium cement