২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুহূর্তেই ম্লান হলো ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

মেসি খেললে ফুটবলেরই উপকার হবে - সংগৃহীত

ব্রাজিল বনাম আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের যে আগ্রহ ছিল, তা মুহূর্তেই ম্লান হয়ে গেছে। কারণ আর্জেন্টিনা দলে নেই সুপারস্টার লিওনেল মেসি। তার মানে আজ মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলিতে মেসি বনাম নেইমারের দ্বৈরথই হচ্ছে না।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের বিরুদ্ধে হারের পরেই আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন মেসি। তাই ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনা খেললেও আগ্রহ নেই ভক্তদের। মেসি না থাকায় হতাশ নেইমারও। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে ব্রাজিল তারকা বলেছেন, ‘‘মেসি খেললে ফুটবলেরই উপকার হবে। ওর খেলা দেখা ফুটবলপ্রেমীদের কাছে সেরা প্রাপ্তি।’’
মেসি আর্জেন্টিনার হয়ে না খেলায় হতাশ ব্রাজিলের অন্য ফুটবলারেরাও। জোয়াও মিরান্দা ফিলহো বলেছেন, ‘‘মেসি-নেইমার দু’জনেই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। ওদের খেলা দেখার জন্যই সবাই অপেক্ষা করে থাকে।’’

দানিলো দা সিলভার কথায়, ‘‘মেসি, নেইমারের মতো ফুটবলার দলকে সব সময় অন্য উচ্চতায় নিয়ে যায়। আশা করছি, মঙ্গলবার নেইমার সেই কাজটাই করবে।’’

ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফিফা ফ্রেন্ডলি ঘিরে ফুটবলপ্রেমীরা আগ্রহ হারিয়েছেন। কিন্তু মঙ্গলবারের মর্যাদার লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিততে মরিয়া। ম্যাচের আগে সতীর্থদের উজ্জীবিত করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন নেইমার। তার কথায়, ‘‘সতীর্থদের বলেছি, এই ম্যাচটা আমাদের কাছে স্পেশ্যাল। কারণ, আর্জেন্টিনা আমাদের চিরশত্রু। আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো ম্যাচই বন্ধুত্বপূর্ণ হতে পারে না।’’

তিনি যোগ করেছেন, ‘‘আর্জেন্টিনা দলে প্রচুর ভাল ফুটবলার রয়েছে। আমাদের দায়িত্ব ম্যাচটাকে সুন্দর করে তোলা।’’

আর্জেন্টিনা ম্যাচের প্রস্তুতির মাঝেই মরুভূমি সফরে গিয়েছিলেন নেইমাররা।

ফিফা ফ্রেন্ডলিতে আগের ম্যাচে ব্রাজিল ২-০ হারায় সৌদি আরবকে। গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো। আর আর্জেন্টিনা ৪-০ উড়িয়ে দেয় ইরাককে। গোল করেছিলেন লাওতারো মার্তিনেস, রবের্তো পেরেইরা, জার্মান পেসেল্লা ও ফ্রাঙ্কো কার্ভি। একা মেসি নন, আর এক তারকা সার্জিও আগুয়েরোও এই মুহূর্তে জাতীয় দলের বাইরে। ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনার নতুন কোচ লিয়োনেল স্কালোনি একঝাঁক তরুণ ফুটবলারকে সুযোগ দিয়েছেন।

নেইমারের মতে, সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় দল। তিনি বলেছেন, ‘‘আমাদের দলেও একঝাঁক নতুন ফুটবলার। প্রত্যেকেই নিজেদের যোগ্যতায় সুযোগ পেয়েছে। ওদের সামনে এটাই নিজেদের প্রমাণ করার সেরা মঞ্চ।’’

ব্রাজিলের কোচ তিতের লক্ষ্য ২০১৯ সালে ঘরের মাঠে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়া। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। রাশিয়া বিশ্বকাপের আগে ইংল্যান্ডে শেষ পর্বের প্রস্তুতি সেরেছিলেন নেইমাররা। ফিফা ফ্রেন্ডলির জন্যেও টটেনহ্যাম হটস্পারের মাঠে প্রস্তুতি নিয়ে রিয়াদ পৌঁছয় ব্রাজিল। শুধু তাই নয়। রণকৌশলেও বদলে ফেলেছেন তিতে। ফিফা ফ্রেন্ডলিতে ‘হাইব্রিড সিস্টেমে’ খেলছে ব্রাজিল দল।

হাইব্রিড সিস্টেম কী? সৌদি আরবের বিরুদ্ধে তিতে দল সাজিয়ে ছিলেন ৪-৩-৩ ছকে। কিন্তু যখন বিপক্ষ আক্রমণে করছিল, তখন রক্ষণ শক্তিশালী করতে মাঝমাঠ ও আক্রমণের ফুটবলারেরাও নেমে আসছিলেন। অর্থাৎ, ৪-১-৪-১ ছক। রাশিয়া বিশ্বকাপে এ ভাবেই খেলেছে ফ্রান্স, বেলজিয়াম ও ইংল্যান্ড। বিশ্বকাপ জেতে ফ্রান্সই। সেই রণকৌশলকে অস্ত্র করেই ১২ বছর পরে কোপা আমেরিকায় ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন তিতে।

 

বার্সা ছেড়ে ম্যান সিটিতে মেসি, গুজব নাকি সত্য?

বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর বিষয়ে ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না বলে দাবি জানিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পুরো বিষয়টিকে তারা গুজব বলে উড়িয়ে দিয়েছে।

২০১৬ সালে প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেয়ার পর বার্সেলোনার সাবেক বস পেপ গার্দিওলা বেশ কয়েকবারই মেসিকে দলে নিতে চেয়েছেন বলে আলোচনা উঠেছিল। সিটি চেয়ারম্যান খালদুনা আল মুবারকের বরাত দিয়ে স্প্যানিশ পত্রিকা মুনডো ডিপোর্তিভো বলেছে, মেসির জন্য গার্দিওলা একবার বেশ লোভনীয় প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী প্রতি সপ্তাহে মেসিকে এক মিলিয়ন পাউন্ডেরও বেশি দেয়ার কথা ছিল। আমরা এই বিষয়ে গার্দিওলাকে আলোচনা করতে বলেছিলাম। বার্সেলোনায় মেসি যা পায় তার তিনগুন বেশি বেতনে আমরা তাকে দলে নিতে চেয়েছি। কিন্তু মেসি কখনই এই প্রস্তাব গ্রহণ করেনি।

কিন্তু এই রিপোর্টের কোনো ভিত্তি নেই বলেই সিটি দাবি জানিয়েছে। সিটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা এই ধরনের রিপোর্টের নিন্দা জানাচ্ছি। এখানে যে মন্তব্য ব্যবহার করা হয়েছে তা আমরা প্রত্যাখান করছি।’

আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি গার্দিওলার অধীনে বার্সেলোনায় চার মৌসুম খেলেছেন। এই সময়ের মধ্যে মেসি ও গার্দিওলা ১৪টি শিরোপা জিতেছেন। গত বছরের নভেম্বরে ৩১ বছর বয়সী মেসি বার্সার সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। গত মৌসুমে গার্দিওলা সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন।

দেখুন:

আরো সংবাদ



premium cement
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ : জাতিসঙ্ঘ বেড়াতে নিয়ে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা

সকল